SIR West Bengal: তিনবার স্ট্রোক হয়েছে, অসুস্থ শরীরে SIR-এর শুনানির লাইনে বৃদ্ধ! হয়রানির ছবি বিভিন্ন প্রান্তে
West Bengal SIR: SIR-এর শুনানি পর্বে চূড়ান্ত হয়রানির অভিযোগ। কোথাও অসুস্থ শরীরে কোনওরকমে শুনানিতে হাজির হতে হচ্ছে

SIR-এর শুনানিতে ডাক পড়ছে বহু প্রবীণ মানুষের। অসুস্থ, অসমর্থ্য শরীরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বহু মানুষকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতো নদিয়াতেও উঠে এসেছে প্রবীণ ব্যক্তির হয়রানির ছবি। শুনানিতে এসেছেন হিজুলি গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়সি দীনবন্ধু বিশ্বাস।
১৯৮৮ সালে বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তিনি, ২০০৫ সালে ভোটার তালিকায় নামও ছিল তাঁর। এতদিন ভোট দিয়েছেন তবুও শুনানিতে ডাক পড়েছে। তিনবার স্ট্রোক হয়েছে বলে জানান বৃদ্ধ। অসুস্থ শরীরেই দীর্ঘক্ষণ শুনানির জন্য অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। নতুন ভোটার তালিকায় নাম থাকবে কিনা সেই আশঙ্কায়ও কাঁটা হয়ে রয়েছেন তিনি।
SIR-এর শুনানি পর্বে চূড়ান্ত হয়রানির অভিযোগ। কোথাও অসুস্থ শরীরে কোনওরকমে শুনানিতে হাজির হতে হচ্ছে বৃদ্ধাকে। কোথাও আবার ৫০ টাকা রিকশ ভাড়া দিয়ে শুনানিতে আসতে হচ্ছে দিন আনতে দিন খাওয়া পরিচারিকাকে। কাটা যাচ্ছে বেতন। আর এরই মধ্যে আবার এদিনই ফের BLO-দের অ্যাপে সংশোধন করল নির্বাচন কমিশন। পাশাপাশি, ভার্চুয়াল বৈঠকে BLA 2-দেরকে আগামী দেড় মাসের রুট ম্যাপ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
রবিবারেও রাজ্যজুড়ে চলল SIR শুনানি। কেউ অসুস্থ, তো কারও বয়স ৯০ পেড়িয়েছে। নোটিস পাওয়ায় হিয়ারিংয়ে হাজিরা দিলেন অনেকেই। উঠল হয়রানির অভিযোগ। এই পরিস্থিতিতে বয়স্কদের জন্য বাড়িতে হিয়ারিংয়ের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি।
হিয়ারিংয়ের ডাক পেয়ে যখন এইভাবে অনেক বয়স্ক মানুষকে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তখন সূত্রের খবর, এদিনই তৃণমূলের BLA-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ৭০-৮০ বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে। কেউ হুইলচেয়ারে বসে আছেন। মানুষকে হেনস্থা করা হচ্ছে। ভোটের সময় বাড়িতে গিয়ে ভোট নিতে পারলে, পোস্টাল ব্যালটে ভোট নিতে পারলে, কেন এই বয়স্ক মানুষগুলোকে লাইন দিতে হবে? হিয়ারিং প্রক্রিয়া বাড়িতে গিয়ে করতে হবে। সোমবার একটা প্রতিনিধি দল এই দাবি নিয়ে CEO-র দফতরে যাবে। BLA 2-রা এই দাবির প্রতিলিপি নিয়ে BLO-র কাছে যাবেন।






















