Bengali News Live : কল্যাণী গণধর্ষণ মামলায় ৭ জন দোষীকে ২০ বছরের সাজা ঘোষণা
West Bengal News Live Updates : রাজ্যের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
LIVE

Background
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের বিজেপির। 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে দেওয়ার কথা বলেছেন মহুয়া', রাষ্ট্রবিরোধী কথা বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দাবি বিজেপির।
SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI। চার্জশিটে রয়েছে ভিডিও ফুটেজের উল্লেখ। চার্জশিটে রয়েছে কীভাবে পরিকল্পনা করে বিনা পরীক্ষায় পাস করানো হত, তার উল্লেখ। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কণ্ঠস্বরের নমুনা, জানানো হল চার্জশিটে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ার ফলে চার্জগঠন ও বিচারপ্রক্রিয়া শুরু করতে কোনও বাধা রইল না
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ। মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। ২০১৭ সাল থেকে আলিপুর আদালতে বিচ্ছেদের মামলা চলছিল। বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শোভন। শোভনের সঙ্গে থাকতে চান বলে আদালতে পাল্টা আবেদন করেন রত্না। কিন্তু, আজ আদালত ২ জনের আবেদনই খারিজ করে দেয় । পুত্র ঋষিকে নিয়ে এদিন আদালতে আসেন রত্না চট্টোপাধ্যায়
আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে অতীন ঘোষের বাড়িতে CBI । শ্যামবাজারে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে CBI আধিকারিকরা। হাতে ফাইলপত্র নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে CBI আধিকারিকরা
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালের মধ্যে দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে SSC। সর্বোচ্চ আদালতে জানালেন SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনও দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন, নির্দেশ সুপ্রিম কোর্টের। 'যাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন, তাঁরা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন। তাঁরা নবম-দশম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগপ্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন', কেউ যদি ইতিমধ্যে আবেদনপত্র দাখিল করেন, সেক্ষেত্রেও তিনিও অযোগ্য বলে বিবেচিত হবেন, সওয়াল কমিশনের।
সোনারপুরে যুবকের রহস্যমৃত্যু। মৃতের নাম অসীম জানা। ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বলে স্থানীয়সূত্রে খবর। সোনারপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। রাতে তাঁর বাড়ি থেকে প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় যুবককে মাটিতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান স্থানীয়রা। পুলিশ এসে দেহ উদ্ধার করে। বছর খানেক আগে সোনারপুরে ঘরভাড়া নিয়েছিলেন ওই যুবক, খবর স্থানীয়সূত্রে। ঘটনার দিন রাতে তাঁর বাড়িতে বন্ধু-বান্ধব আসেন বলে জানান প্রতিবেশীরা। নিছক দুর্ঘটনা, না অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।
WB News Live Update: কল্যাণী গণধর্ষণ মামলায় ৭ জন দোষীকে ২০ বছরের সাজা ঘোষণা
কল্যাণী গণধর্ষণ মামলায় ৭ জন দোষীকে ২০ বছরের সাজা ঘোষণা কল্যাণীর আদালতের
পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ আদালতের
২০২৪ সালের ৩০ অক্টোবর ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে বিবাহিতা তরুণীকে অত্যাচারের অভিযোগ
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা ৮ জনকে
ট্রায়ালের ৭ মাসের মধ্যে ৭ জনকে দোষী সাব্যস্ত কল্যাণী এডিজে আদালতের
West Bengal News Live Update: মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা সর্বদলীয় বৈঠকে শাসক-বিরোধীদের মধ্যে তুমুল বাদানুবাদ
মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকা সর্বদলীয় বৈঠকে তুমুল হট্টগোল
সর্বদলীয় বৈঠকে শাসক-বিরোধীদের মধ্যে তুমুল বাদানুবাদ
'২৬-এর বিধানসভা ভোটের আগে CEO দফতরে সর্বদলীয় বৈঠক
১ হাজার ২০০-এরও বেশি ভোটার থাকলে ভেঙে নতুন বুথ তৈরির ভাবনা: সূত্র
রাজ্যে বাড়তে চলেছে আরও ১৪ হাজার বুথ: সূত্র
এই নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদলীয় বৈঠক
মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে হাজির তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস
হাইরাইজ বিল্ডিংয়ে বুথ তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনার সম্ভাবনা






















