West Bengal Top News : বিধায়ক পদ থেকে পার্থকে অপসারণের দাবিতে গণভোট, নবজোয়ার যাত্রার ষষ্ঠ দিন- আরও খবর
West Bengal Top News 30 April News : আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা থেকে জেলা, বজ্রবিদ্যুৎ-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস
বদলি নিয়ে অভিযোগ: বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে যোগ দেওয়ায় কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় বদলি। নবান্নের ৬ কর্মীকেও ডিটেলমেন্ট! এমনই অভিযোগ তুলে সরব হল সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের অভিযোগ, ৬ মে মহামিছিলের আগে মনোবল ভেঙে দিতেই এই ব্যবস্থা।
তৃণমূলে নবজোয়ার যাত্রা: কালিয়াগঞ্জে জোড়া মৃত্যু নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তার মধ্যেই আজ উত্তর দিনাজপুরে তৃণমূলে নবজোয়ার যাত্রার সূচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গ্রাম বাংলায় জনসংযোগ যাত্রার আজ ষষ্ঠ দিন।
অসহ্য গরম থেকে সাময়িক স্বস্তি: অসহ্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি। কলকাতা থেকে জেলা, বজ্রবিদ্যুৎ-সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস । আপাতত দিন চারেক একই আবহাওয়ার পূর্বাভাস। কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা।
বিস্ফোরক অভিযোগ দেবের ভাইয়ের: ইন্দিরা আবাস যোজনায় ঘর পেতে, তৃণমূল নেতাদের দিতে হয়েছিল কাটমানি! পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের সাংসদ দেবের জেঠতুতো ভাই! যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, কেশপুরের মহিষদা গ্রামের সেই ২ তৃণমূল কর্মী এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিষয়টিকে নিয়ে বেধেছে রাজনৈতিক বাগযুদ্ধ।
ফের করোনা আক্রান্তের মৃত্যু: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। আজ সকালে বেলেঘাটা আইডি-তে মৃত্যু হল করোনা আক্রান্ত এক মহিলার। ৪৮ ঘণ্টায় এই নিয়ে মোট ৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হল রাজ্যে।
বিধায়ক পদ থেকে অপসারণের দাবি: একদিকে, পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রায় গণভোটের আয়োজন করা হচ্ছে। আরেকদিকে, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবিতে DYFI-এর উদ্যোগে বড়িশার এলআইসি মোড়ে আজ গণভোট নেওয়া হচ্ছে।
তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব: দুয়ারে সরকার ক্যাম্পের ডিম-ভাতের বিল নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব। উপপ্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গালিগালাজ করার অভিযোগ তুলে পদত্যাগ করলেন প্রধান।
বিচারপতির আবক্ষ মূর্তি: শান্তিনিকেতনের ভাস্কর্য কর্মশালায় জায়গা করে নিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বিচারপতিকে সম্মান জানাতে মাটির মূর্তি তৈরি করলেন শিল্পীরা। সামনে বিচারপতির ছবি রেখে শিল্পীদের হাতযশে মাটির তালে নতুন রূপে ফুটে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যোগ দেওয়ার পর, এবার প্রকাশ্যে শাসকদলের বিবাদ। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তোপ দেগেছেন তৃণমূলের নেতা, কর্মীদের একাংশ।
ফিরলেন মুকুল রায়: ১২ দিন পর দিল্লি থেকে ফিরলেন মুকুল রায়। দিল্লিতে সবার সঙ্গেই দেখা হয়েছে বলে জানালেন তিনি। এদিন, কলকাতা বিমানবন্দরে নেমে আরও একবার বললেন, তিনি বিজেপিরই বিধায়ক।
হোয়াটসঅ্যাপে আরও পুর তথ্য: এখন থেকে হোয়াটসঅ্যাপেই সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহ, বিল্ডিং প্ল্যান অনুমোদনের যাবতীয় তথ্য পাবেন কলকাতার বাসিন্দারা। আগামীদিনে হোয়াটসঅ্যাপেই নেওয়া যাবে পুর আধিকারিকদের অ্যাপয়েন্টমেন্টও।
আরও পড়ুন: Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?