Kolkata Weather : ঝপ করে নামবে পারদ, কনকনে ঠান্ডা পয়লা জানুয়ারিতে? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
রাত পেরোলেই নতুন বছর। নতুন দিন। জানুয়ারির শুরুতেই ভাল স্ট্রাইক রেট নিয়ে শীত ফেরার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
কলকাতা : বছরের শেষ দিনে কি ফিরবে শীত ? কার্যত সারা ডিসেম্বরেই শীতের কামড় টের পেল না কলকাতা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা নামলেও কনকনে ঠান্ডার অনুভূতি হল না রাজ্যে। তবে কি নতুন বছরেও শীতের এমনই পারফর্ম্যান্স থাকবে ? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? রাত পেরোলেই নতুন বছর। নতুন দিন। জানুয়ারির শুরুতেই ভাল স্ট্রাইক রেট নিয়ে শীত ফেরার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
এখন দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশিই। আগামী ২ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে ৷ তাই পয়লা জানুয়ারিই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ। সকাল শুরু হবে কুয়াশা দিয়ে । তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। ঝলমলে দিন দেখা যাবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, গত কয়েকদিন ধরেই বজায় আছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট। তারই প্রভাব পড়েছিল কিছুটা বাংলাতেও। কলকাতা শহর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশে মেঘের আনাগোনা ছিল। তবে আজ, মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাব কমবে। সেই সঙ্গে শীতের আমেজ ফরবে বর্ষবরণের রাত থেকেই। তবে এখন যা পরিস্থিতি তাতে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর।
অন্যদিকে কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা উত্তরবঙ্গে ৷ বিশেষত পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে কুয়াশার দাপট। তার জেরে দৃশ্যমানতা বেশ খানিকটা কমতে পারে আশঙ্কা করা হচ্ছে। গাড়ির চালকদের পাহাড়ি পথে বাড়তি সাবধানতা নেওয়ার কথা বলা হচ্ছে। কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ।
দেখে নিন আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, কী বলছে আইএমডি।
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | ||
31-Dec | 15.0 | 24.0 | Mainly Clear sky | No warning | ||
01-Jan | 15.0 | 24.0 | Mainly Clear sky | No warning | ||
02-Jan | 15.0 | 24.0 | Mainly Clear sky | No warning | ||
03-Jan | 15.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
04-Jan | 16.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
05-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
06-Jan | 17.0 | 26.0 | Mainly Clear sky | No warning |