Weather Update: ঘূর্ণিঝড়ের প্রভাব কালীপুজোয়, মুষলধারে বৃষ্টি- ঝোড়া হাওয়ার সম্ভাবনা
Weather Alert: সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: কালীপুজোয় (Kalipujo) ফের অশনি সঙ্কেত। রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) ভ্রুকুটি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে (Depression) পরিণত হবে বলেই খবর। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার থেকে সমুদ্রে যাওয়া নিষেধ। অন্যদিকে, আজই বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা। উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে। আগামী কয়েকদিনে আবহাওয়ার বদল হবে।
আরও পড়ুন, 'টাটা নিয়ে মমতার মন্তব্য সেরা জোকস বাংলাকে শিল্পমুক্ত করেছেন উনিই', কটাক্ষ দিলীপের
কার্তিক মাসের ভোরের দিকে বরং হালকা শীতের আমেজ দেখা যাচ্ছে জেলাগুলিতে। যদিও এমন আবহাওয়া কালীপুজো অবধি থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোতে বৃষ্টির সম্ভাবনার কথাই জানান হচ্ছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে। ফলে ধীরে ধীরে তাপমাত্রাও কমতে পারে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ।
দীপাবলিতে বৃষ্টির যতই সম্ভাবনা তৈরি হোক, ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে। তারপর পরিবর্তন হবে আবহাওয়ার। আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম হাওয়া ঢুকতে পারে রাজ্যে। ফলে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তৈরি হবে।