![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Weather Update: তাপপ্রবাহের আশঙ্কা একাধিক জেলায়, চৈত্রের শেষে প্রবল গরম নাজেহাল রাজ্যবাসী
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
![Weather Update: তাপপ্রবাহের আশঙ্কা একাধিক জেলায়, চৈত্রের শেষে প্রবল গরম নাজেহাল রাজ্যবাসী West Bengal Weather Forecast Heat Wave Prediction several parts of state Weather Update: তাপপ্রবাহের আশঙ্কা একাধিক জেলায়, চৈত্রের শেষে প্রবল গরম নাজেহাল রাজ্যবাসী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/10/8a0d1d095da5db9385f51cc3f8b6cb88168109880850451_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: চৈত্রের শেষে প্রবল গরম। বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা। নতুন বছরের শুরুতে কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। রাজ্যের ৬- ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ও বেশি থাকতে পারে তাপমাত্রা।
আগামী কয়েকদিন কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে জানাচ্ছে আবহাওয়া দফতরের ওয়েবসাইট
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
10-Apr | 28.0 | 38.0 | ![]() |
Partly cloudy sky |
11-Apr | 28.0 | 39.0 | ![]() |
Partly cloudy sky |
12-Apr | 28.0 | 40.0 | ![]() |
Mainly Clear sky |
13-Apr | 28.0 | 40.0 | ![]() |
Hot & Humid day |
14-Apr | 28.0 | 41.0 | ![]() |
Hot & Humid day |
15-Apr | 28.0 | 40.0 | ![]() |
Hot & Humid day |
রাজ্যের আবহাওয়ার আপডেট:
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া দেবে। আগামী ৪-৫ দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ১৬ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। লু বইবে বলে আশঙ্কা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার আবহাওয়া: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। শুক্র-শনিবার নাগাদ ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
কোন জেলায় কেমন আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও। শুধু কলকাতা নয়, পুড়ছে জেলাও। বাঁকুড়া পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম - সব জেলাতেই তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। শিলিগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান একটু বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে সব জেলার মানুষ। একই ছবি বোলপুর, কীর্ণাহার, বা দুর্গাপুরের। হাঁসফাঁস গরমে গলদঘর্ম সাধারণ মানুষ।
আরও পড়ুন: North 24 Parganas Weather: চৈত্রের শেষে প্রবল গরম, ঊর্ধ্বমুখী পারদ উত্তর ২৪ পরগনায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)