Weather Today: ঝড়-বৃষ্টিতে মাটি হবে ছুটির দিনের আমেজ? জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা
Weather Alert: দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের ৫ জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে (West Bengal) হাওয়া বদল যেন লেগেই আছে। চৈত্রের আকাশে দুর্যোগের মেঘ এখনই পুরোপুরি কাটছে না। আলিপুর আবহাওয়া দফতরের, তরফে জানান হয়েছে আজ থেকেই ক্রমশ বাড়বে তাপমাত্রা (Temperature)। পূর্বাভাসে বলা হয়েছে কলকাতায় (Kolkata) আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও কাল থেকে পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া।
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের ৫ জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কাল থেকে ঝড়ের সম্ভাবনা কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিংয়ে আগামী কয়েক দিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, মৌসম ভবনের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার। অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। পাশাপাশি রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আরও পড়ুন, অত্যন্ত প্রভাবশালীর কাছে অয়ন পাঠিয়েছিলেন ২৬ কোটি! ম্যারাথন জেরায় মিলল আরও ১৫ জনের নাম
এও জানান হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং বিহার-ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, সিকিমে। ভারী বৃষ্টির পূর্বাভাস জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড অসম ও মেঘালয়ে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে মধ্য ভারত এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও।























