Weather Today: উল্টোরথের দিন থেকেই প্রকৃতিতে বদল! প্রবল বৃষ্টি না কি মনোরম আবহাওয়া, কেমন কাটবে?
Weather Alert: বিবার বিকেলের পর ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে
কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের থেকে আসা পর্যাপ্ত জলীয়বাষ্প অন্যদিকে উত্তর-পশ্চিমের বাতাস। এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমী অক্ষরেখার হাত ধরে গত ৪৮ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি কলকাতায়। লাফিয়ে কমল তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি আগামী ২৪ ঘন্টায়।
রবিবার বিকেলের পর ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে। ১৭ জুলাই থেকে ফের বৃষ্টির বাড়ার সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের দৃষ্টি এই ৩ রাশিতে, ঘুরবে ভাগ্যের চাকা, হবে আশাপূরণ
আজ দিনের বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে রোদের দেখা মিলবে। ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির নেপথ্যে প্রায় ১০০ শতাংশ ছুঁই ছুঁই জলীয় বাষ্প। দিনের যেকোনো সময় দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। কাল বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি থেকে কমে ২৮.৪ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা বাড়বে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৮০ শতাংশ এবং বেলা বাড়লে ৯৭ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে