West Bengal Weather : চতুর্থ দফার ভোটে বৃ্ষ্টির সঙ্কেত কোন কোন কেন্দ্রে ? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Weather Update : বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে ভোট, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোটগ্রহণ হচ্ছে আজ। কোথায় কোথায় বৃষ্টি ?
ঝিলম করঞ্জাই, কলকাতা : আজ চতুর্থ দফার ভোট। ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন হবে। ভোটের দিন বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছ সমস্ত ভোটমুখী কেন্দ্রে, জানাল আবহাওয়া দফতর। বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে ভোট, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোটগ্রহণ হচ্ছে আজ। প্রতিটি জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে রাখল হাওয়া - অফিস। তাই ছাতা সঙ্গী করেই যেতে হবে ভোটগ্রহণ কেন্দ্রে। রবিবার কলকাতা সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও সন্ধের পর থেকে শুকনোই ছিল শহর কলকাতা। রবিবার রাত থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। আগামীকাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে, পূর্বাভাস আবহাওয়া দফতরের ।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণ বঙ্গের উপকূল এর জেলা গুলোতে ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। বৃষ্টির পরিমান কমলেও দুই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের প্রথম কাজের দিন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সোমেও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া সহ ঝড় বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামীকাল, মঙ্গলবার ১৪ তারিখ হালকা বৃষ্টি চলবে দুই বঙ্গে। তারপর পরদিনও দক্ষিণবঙ্গের কয়েকটিমাত্র জেলাতেই বৃষ্টি হবে। বুধবার, ১৫ তারিখ শুধু পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না। বৃহস্পতিবার, ১৬ তারিখ থেকে আর ঝড় বৃষ্টি র সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে আগামী ৬ দিন বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে অস্বস্তিকর গরম বাড়বে। আগামী ২ দিন কলকাতাতেও ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
13-May | 27.0 | 40.0 | Partly cloudy sky Possibility of very light rain or thunderstrom | |
14-May | 27.0 | 41.0 | Mainly Clear sky | |
15-May | 27.0 | 42.0 | Strong surface winds during day time | |
16-May | 28.0 | 43.0 | Mainly Clear sky | |
17-May | 28.0 | 44.0 | Strong surface winds during day time | |
18-May | 29.0 | 44.0 | Strong surface winds during day time | |
19-May | 30.0 | 43.0 | Strong surface winds during day time |
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।