South Bengal Weather: এবছর আর শীত ফেরার সম্ভাবনা নেই, পুবালি হাওয়ার দাপট দক্ষিণবঙ্গে
West Bengal Weather: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া।
কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: ভরা পৌষে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ। ভোরের দিকে কুয়াশায় ঢাকা থাকছে দক্ষিণের একাধিক জেলা। পরে অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মিলছে রোদের দেখা। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়েছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই।
কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৭ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৭ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৭ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
হাওড়া | ১৭ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
কলকাতা | ১৭ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
হুগলি | ১৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
পুরুলিয়া | ১৪ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৫ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
বাঁকুড়া | ১৫ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৬ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৬ ডিগ্রি, ৬১% আর্দ্রতা |
বীরভূম | ১৬ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৬ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১৭ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট: বছর শেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে। রোদ ঝলমলে শৈল-শহর বড়দিনে দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকরা চুটিয়ে উপভোগ করেন হিমেল পরশ। উত্তরবঙ্গে এমন মনোরম আবহাওয়াই চলবে বেশ কয়েকদিন। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। সিকিমে বরফ পড়ার সম্ভাবনা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Second Hooghly Bridge: এবার পুরোপুরি যান চলাচল নিয়ন্ত্রণ, কবে, কখন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু?