West Bengal Weather : চড়ছে গরম, বাড়ছে অস্বস্তি, চৈত্রে তাপমাত্রা কোথায় গিয়ে ঠেকবে ?
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : চৈত্রের শেষেই টের পাওয়া যাচ্ছে গরমের আঁচ। গরম আরো বাড়বে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। আগামী সপ্তাহে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরো একটু বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়বে। আগামী তিন দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলা সহ অনেক জেলাতেই শুষ্ক গরম অনুভূত হবে। তবে তাপপ্রবাহের সম্ভাবনাও নেই।
তাপপ্রবাহের আশঙ্কা
১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সোমবারের পর রাজ্যের ৬- ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার ও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
উত্তরবঙ্গের আবহাওয়া
পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং জেলাতে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। তারপর থেকে শুষ্ক আবহাওয়া সব জেলাতেই। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রাতে বাড়তে পারে।
আগামী কয়েকদিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা, ঝড়বৃষ্টি হবে কি ? দেখে নিন আবহাওয়া দফতরের প্রকাশিত তথ্য :
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
07-Apr | 26.0 | 37.0 | Partly cloudy sky | |
08-Apr | 26.0 | 37.0 | Mainly Clear sky | |
09-Apr | 26.0 | 38.0 | Mainly Clear sky | |
10-Apr | 27.0 | 39.0 | Mainly Clear sky | |
11-Apr | 27.0 | 39.0 | Partly cloudy sky | |
12-Apr | 27.0 | 40.0 | Mainly Clear sky | |
13-Apr | 27.0 | 41.0 | Mainly Clear sky |