West Bengal Weather Update : কাঠফাটা গরমের মধ্যেই এল খুশির খবর, এই দিন থেকেই শহর ও জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি
Weather Today : বড় আশার বার্তা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া - অফিস।
ঝিলম করঞ্জাই, কলকাতা : হালকা বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও মিলছে না স্বস্তি। রোজই গরমের ( Summer 2024 ) প্রকোপ যেন বেড়ে চলেছে। মঙ্গল ও বুধবারের জন্যও কোনও আশার খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর ( Weather Office ) । আগামী দু দিন আর্দ্র আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) । তার ফলে ঘেমে স্নান করে যাওয়ার আশঙ্কা থাকছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই দুদিন আবার সম্পূর্ণ বিপরীত অবস্থা থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে। পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি চলবে।
এরই মধ্যে একটাই আশার বার্তা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া - অফিস। তবে ১৪ তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে পূর্বাভাস দেওয়ার মতো জায়গায় নেই আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ করতে পারে।
বৃষ্টির বার্তা
বুধ, বৃহস্পতিবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতি হবে না বললেই চলে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহবিদদের। মৌসুমী অক্ষরেখা আহমেদ নগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে। মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমী বায়ু । আগামী ২৪ ঘন্টায় মহারাষ্ট্র মুম্বইয়ের বাকি অংশ এবং তেলঙ্গানায় সমগ্র অংশেই মৌসুমী বায়ুর প্রভাব বজায় থাকবে।
কলকাতায় কবে বৃষ্টি ?
কলকাতায় আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে । মঙ্গলবার অস্বস্তি চরমে থাকবে। বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন যাবে :
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
11-Jun | 30.0 | 39.0 | Partly cloudy sky | |
12-Jun | 29.0 | 38.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
13-Jun | 28.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
14-Jun | 27.0 | 36.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
15-Jun | 27.0 | 35.0 | NA | |
16-Jun | 26.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
17-Jun | 26.0 | 34.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন :
তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে