West Bengal Weather Update : তৈরি ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় তুমুল বৃষ্টি কোথায় কোথায়
Weather Update : দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
![West Bengal Weather Update : তৈরি ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় তুমুল বৃষ্টি কোথায় কোথায় West Bengal Weather Update 16 August Heavy Rain Predicted In Kolkata And Other Districts West Bengal Weather Update : তৈরি ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, জোড়া ফলায় তুমুল বৃষ্টি কোথায় কোথায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/0425c2901ca1b701e951b007b9e10662169216412129053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সক্রিয় মৌসুমী অক্ষরেখা (Weather update) । অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যা সরছে দক্ষিণ-পশ্চিম দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধ ও বৃহস্পতিবার বারবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গে কড়া নেড়েছিল বর্ষা (Rain) । সেই থেকে মোটামুটি নিয়মিত বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সপ্তাহের শুরুতেও ভারী বৃষ্টিতে ভিজেছে রাজ্যের উত্তরের জেলাগুলি। বুধবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে (West Bengal Weather Update) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । ১৭ ই আগস্ট এর পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।তবে পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি চলবে।
মৌসুমী অক্ষরেখার অবস্থান
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশের গোরক্ষপুর, বিহারের পটনা, বাংলার কোচবিহার হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিমের দিকে সরে যাচ্ছে সেটি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কেমন আবহাওয়া
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশ।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া কেমন থাকবে, কী বলছে মৌসম ভবন
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
16-Aug | 26.0 | 32.0 | ![]() |
Generally cloudy sky with a few spells of rain or thundershowers |
17-Aug | 26.0 | 31.0 | ![]() |
Generally cloudy sky with a few spells of rain or thundershowers |
18-Aug | 27.0 | 32.0 | ![]() |
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers |
19-Aug | 28.0 | 33.0 | ![]() |
Generally cloudy sky with Light rain |
20-Aug | 28.0 | 33.0 | ![]() |
NA |
21-Aug | 28.0 | 33.0 | ![]() |
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
22-Aug | 28.0 | 33.0 | ![]() |
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |
আরও পড়ুন :
আজ ও কাল ভারী বৃষ্টির ইঙ্গিত দক্ষিণবঙ্গে, কোথায় কোথায় বর্ষণের দাপট?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)