West Bengal Weather Update : ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা, উদ্দাম প্রকৃতি, আজই ভাসবে এই জেলাগুলো
Weather Update : কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে দিনভর। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে।
![West Bengal Weather Update : ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা, উদ্দাম প্রকৃতি, আজই ভাসবে এই জেলাগুলো West Bengal Weather Update Cyclone Depression Effect Heavy Rainfall In South Bengal Predicted West Bengal Weather Update : ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা, উদ্দাম প্রকৃতি, আজই ভাসবে এই জেলাগুলো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/02/aae6881ae4bbd37f41e7bd0d2803d823172257425549953_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির জারি থাকবে। সকাল থেকেই শহর থেকে জেলা, বৃষ্টি থামার নাম নেই। বহু অপেক্ষার পর যেন শ্রাবণের আসল রূপ দেখল দক্ষিণবঙ্গবাসী। আর এর কারণ ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ।
আবহাওয়া দফতরের পূর্বাভা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশ থেকে উত্তরপূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি।
শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি
কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টি হবে দিনভর। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোন সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার এবং কালিম্পং এই দুই জেলাতে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
উত্তরে ফের বিপত্তি
উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি চলছেই। দুই দিন আগে বহু দিন পর ছোট গাড়ির জন্য এন এইচ ১০ খুলো গিয়েছে। কিন্তু বৃষ্টির দাপটে আবার ভেঙেছে রাস্তা। ধসের জেরে কালিম্পঙে ফের অবরুদ্ধ জাতীয় সড়ক। ভারী বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে ধস নেমেছে কালিম্পঙে। তার জেরে উনতিরিশ মাইল এলাকায় রাস্তা পুরোপুরি বন্ধ।
শুক্রবার ভারী বৃষ্টি হবে পার্বlত্য জেলাগুলিতে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কালিম্পং,এই দুই জেলাতে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন
রাস্তা ভেঙে তছনছ, ধ্বংসলীলা কালিম্পংয়ে, বন্ধ সিকিম যাওয়ার রাস্তা, পরিস্থিতি ভয়ঙ্কর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)