Weather Update : আজই তৈরি হতে পারে নিম্নচাপ, গুমোট গরম থেকে রেহাই দিতে আসছে তোলপাড় করা বৃষ্টি?
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আশ্বিনে গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গের । বিক্ষিপ্ত বৃষ্টি হলেও মিলছে না গরম থেকে রেহাই। তারই মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পুজোর আগে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্য় বঙ্গোপসাগর এলাকায় যে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেই দুটি মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বুধ, বহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। পাশাপাশি, উত্তরবঙ্গেও বুধবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হালে দার্জিলিং-এ উত্তুঙ্গ তাপমাত্রায় নাজেহাল হচ্ছিলেন প্রত্যেকেই। পর্যটকদের জন্য একটু স্বস্তির বার্তা এসেছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গলবার থেকেই বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং-এ বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এমনই খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। ঘেমে -মেয়ে একসা হতে হবে এলাকাবাসীকে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/
|
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।