West Bengal Weather Update : উইকএন্ড ট্রিপে যাচ্ছেন? ভোগাবে গরম, ঝড়বৃষ্টি হবে কি?
West Bengal Weather Report : কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। হতে পারে ঝড়ও।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আগামী দু-তিন দিনের মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। কয়েক দিনে সামান্য তাপমাত্রা বাড়বে বঙ্গে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। স্বাভাবিকের ২-১ ডিগ্রি উপরে তাপমাত্রা থাকায় দিনের বেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। হতে পারে ঝড়ও। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
তবে বৃষ্টি সত্ত্বেও আগামী দু’দিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
আরও পড়ুন :
দার্জিলিং-এ আংশিক মেঘলা আকাশ, বাড়বে বৃষ্টি
এক নজরে আবহাওয়ার পূর্বাভাস -
- আগামী কয়েক দিন সামান্য তাপমাত্রা বাড়বে।
- ইতিমধ্যেই রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা ২-১ ডিগ্রি উপরে।
- বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
- আগামী দু থেকে তিন দিনের মধ্যে কেরলে ঢুকে পড়বে বর্ষা।
- মৌসুমী বায়ু কেরলের খুব কাছেই দক্ষিণ আরব সাগরে পৌঁছে গেছে।
- মেঘের ঘনঘটা কেরল উপকূলে।
Thunderstorm with light to moderate intensity rain and gusty winds with speed of 30-50 Km/h would occur over and adjoining areas of Karnal (Haryana) Shamli, Sakoti Tanda, Daurala, Meerut, Modinagar, Kithor, Garhmukteshwar, Pilakhua, Hapur, Gulaoti, Siyana, Sikandrabad,
— India Meteorological Department (@Indiametdept) May 27, 2022






















