Weather Today: অসহ্য গরমে খানিক স্বস্তির খবর, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather Forecast: আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: অসহ্য গরমে খানিক স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain), সঙ্গে দমকা ঝোড়ো (Storm) হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে। এদিকে তীব্র গরমে (Heat Wave) নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যে আকাশে মেঘ জমতে শুরু করেছে।
আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যেসমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষত, পশ্চিমের যে জেলাগুলিতে তীব্র দাবদাহ ছিল সেখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে। তারপরের তিন-চারদিন আবার বাড়বে তাপমাত্রা।
কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন, বাংলায় ফের করোনা বৃদ্ধির আশঙ্কা? সেন্টিনাল সার্ভিল্যান্স চালুর সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া বুলেটিন অনুয়ায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি চলবে শনিবার সকাল পর্যন্ত। একই সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। যদিও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না উত্তরবঙ্গে। এরই মধ্যে উত্তরবঙ্গের একাধিক জায়গা মাঝারি থেকে হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
বৃহস্পতিবারের পরে শুক্রবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের তুকনায় তাপমাত্রা বেশ কিছুটা কমলেও আপাতত আগামী ৫ দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।