West Bengal Weather : বৃষ্টি বাড়বে উত্তরোত্তর, প্রবল হবে হাওয়া, উত্তর থেকে দক্ষিণ, বঙ্গে এই জেলাগুলিতে আজ প্রবল দুর্যোগ-বার্তা
রবিবার থেকে ঝড়ের সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরপর কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। দমফাটা গরমের প্রকোপ এখনও শুরু হয়নি। এরই মধ্যে দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর । দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টি বাড়বে উত্তরোত্তর। মোটের উপর দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে ছয় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড়ের সম্ভাবনা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।
বৈশাখের প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। তবে বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও হতেপারে।
দেশে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাঞ্জাব, উত্তর প্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে । বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের ওপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত । আর এর জেরেই বৃষ্টি বাড়বে জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার
আজ শনিবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যের ছয় জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে।
রবিবার
রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে।
সোমবার
সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে।
মঙ্গলবার
মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশই থাকবে। তাপমাত্রা বাড়তে পারে দ্রুত। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকে-এন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহবিদদের।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।






















