Weather Update: ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আজ, সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ !
West Bengal Weather Update: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি, আজ দক্ষিণবঙ্গে ৭ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ! কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: তাপপ্রবাহের চোখরাঙানি। দক্ষিণবঙ্গের সাত জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। ঈদের দিনেও থাকবে একই পরিস্থিতি। হট-ডে পরিস্থিতি গাঙ্গেয় অক্ষরেখা রয়েছে আসাম থেকে সিকিম পর্যন্ত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা কর্ণাটক এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। পশ্চিমবঙ্গের সব জেলাতেই। শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। ওপরের তিন থেকে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা।
কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতে। আজ সাতজেলাতে তাপ ও প্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ,বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে। তার থেকেও বেশি হবে ফিল লাইক টেম্পারেচার। আগামীকাল থেকে চার পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। উষ্ণতায় কাটবে ঈদের দিন। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরিয়ে যেতে পারে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রিসেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
উত্তরবঙ্গে শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের উপরের দিকের চার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। উপরের দিকের দার্জিলিং কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে কোচবিহার জেলাতে। রবিবার ও সোমবারেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একইরকম থাকবে তাপমাত্রা।
সপ্তাহান্তে কলকাতায় ৩৮ ডিগ্রি ছুঁতে পারে পারদ ! আজ কেমন আবহাওয়া ?
কলকাতায় সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরও বাড়বে। পরিষ্কার আকাশ। দিনভর গরমের অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে।সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া কলকাতাতেও। স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন, ভরা চৈত্রেও ঘন কুয়াশার দাপট, ব্যাহত ফেরি পরিষেবা এই অংশে...
ভিনরাজ্যে শুক্রবার থেকে রবিবার উড়িষ্যাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা ওড়িশার সঙ্গে ছত্রিশগড় ঝাড়খান্ড এবং দক্ষিণবঙ্গে ও। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাট রিজিওনে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র। শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ইয়া নাম এবং কর্ণাটক এলাকায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
