এক্সপ্লোর
South 24 Parganas News: ভরা চৈত্রেও ঘন কুয়াশার দাপট, ব্যাহত ফেরি পরিষেবা এই অংশে...
Diamond Harbour Dense Fog Ferry service Disrupted : ভরা চৈত্রেও ঘন কুয়াশার দাপট, যার জেরে জলপথে ব্যাহত পরিষেবা এই এলাকায়..

ভরা চৈত্রেও ঘন কুয়াশার দাপট, ব্যাহত ফেরি পরিষেবা এই অংশে...
Source : ABP Ananda
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভরা চৈত্রেও ঘন কুয়াশার দাপট। আজ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে ডায়মন্ড হারবার এলাকা। ভোরে ঘন কুয়াশার জেরে বন্ধ করে দেওয়া হয় ডায়মন্ড হারবার- কুঁকড়াহাটি ফেরি পরিষেবা। সকাল থেকে ডায়মন্ড হারবার জেটিঘাটে যাত্রীদের লম্বা লাইন। এই মুহূর্তে জলপথে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটির যোগাযোগ বিছিন্ন। দৃশ্যমানতা কম থাকায় যানবাহনের গতিও কম।
আরও পড়ুন, লন্ডন-বিতর্কের মধ্যেই পোস্ট মুখ্যমন্ত্রীর, 'ছোটবেলায় বাবাকে হারিয়েছি..সংগ্রামকে ভয় পাই না' !
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















