Weather update: পড়বে বাজ, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুর্যোগের মধ্যেই ফের বর্ষণের হলুদ সতর্কতা রাজ্যের ১৭ জেলায় !
West Bengal Weather Update : কেমন আবহাওয়া থাকবে আজ ও আগামীকাল ? বিস্তারিত জানাল হাওয়া অফিস

কলকাতা: দুর্যোগের মধ্যেই ফের হলুদ সতর্কতা। ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই উত্তরবঙ্গের ৬ জেলাতেই ফের বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১ জেলায় বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকাল কেমন আবহাওয়া থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
দক্ষিণবঙ্গের ১১ টি জেলায় ব্জ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সতর্কতা জারি হয়েছে। এই ১১ টি জেলারমধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায়।
বিপর্যয়ের মধ্যে উত্তরবঙ্গের যে ৬ টি জায়গায় হলুদ সতর্কতার আওতায় রয়েছে, সেগুলি একটু দেখে নেওয়া যাক।
| জায়গা | ঝোড়ো হাওয়ার বেগ | বৃষ্টি | সময় |
| দার্জিলিং | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
| জলপাইগুড়ি | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
| কালিম্পং | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
| আলিপুরদুয়ার | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
| কোচবিহার | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
| উত্তর দিনাজপুর | প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিমি | বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, হলুদ সতর্কতা | আজ থেকে কাল সকাল সাড়ে ৮ টা |
বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃত্যু মিছিল
প্রসঙ্গত, বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত মৃত ১৮ জনের নাম-পরিচয় জানা গেছে। মিরিক থানা এলাকায় মৃত্যু হয়েছে ১১ জনের। এরা হলেন, ৯ বছরের আহান ছেত্রী, ১২ বছরের রুহি ভুটিয়া, পুচুং ডুকপা, সুমিত লেপচা, স্নেহা প্রধান, অনুজ প্রধান, অনিতা প্রধান, ১২ বছরের আরুষি ছেত্রী, বিজেন্দ্র রাই, ঊষা রাই, সাতমা লামা।জোড়বাংলো থানা এলাকায় মৃত্যু হয়েছে ৪ জনের। এরা হলেন ওয়াংচুক তামাং, লায়লা রাই, সীমা সেওয়া, পুরুস্তা সুব্বা। সুখিয়া পোখরি থানা এলাকায় যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁদের নাম মনবাহাদুর প্রধান ও বিমলা প্রধান।সদর থানা এলাকায় রিজা রাই নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।























