West Bengal Weather Update : আসবে কি 'অশনি'? কী সংকেত আবহাওয়া দফতরের?
West Bengal Weather Update : পূর্বাভাস, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কমবে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেই ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : তীব্র গরম থেকে সাময়িক রেহাই পেয়েছে শহর কলকাতা ( Kolkata) । সারা বঙ্গেই তাপমাত্রা (Temperature) কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত (Thunder Storm & Rain ) হয়। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ৫ জেলায় সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এক নজরে
- আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা।
- তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
- উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে।
কবে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কমবে?
আলিপুর আবহাওয়া দফতরের ( Alipore Met Office ) পূর্বাভাস, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কমবে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেই । তারপর থেকে বৃষ্টির প্রভাব কমার কথা। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হবে।
'অশনি সংকেত'
রবিবারের মধ্যে এই নিম্নচাপ কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এই গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এ পরিণত হয় কিনা সে দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'অশনি' এই নাম প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার (SriLanka) দেওয়া। উত্তর বঙ্গোপসাগরে দিকে এই ঘূর্নিঝড় (Cyclone) আসার সম্ভাবনা।
জেলায় জেলায় বৃষ্টি
বৃহস্পতিবার দুপুরে তুমুল বৃষ্টি হয় উত্তর দিনাজপুরের ইটাহার ও রায়গঞ্জে। ইটাহারে বৃষ্টির জেরে কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবায় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয় বীরভূমের বোলপুর, রামপুরহাট, দুবরাজপুরে। এছাড়াও বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়ায়।