Weather Today: ফেব্রুয়ারির শুরুতে ফের পারদ পতন রাজ্যে, কতদিন পর্যন্ত বজায় থাকবে শীতের আমেজ
Weather Today: এই নিয়ে গত ৩ দিনে প্রায় ৬ ডিগ্রি নামল পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ৪-৫ দিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আবহাওয়ার (Weather) ফের ভোলবদল। ফের আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Tempareture) ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এই নিয়ে গত ৩ দিনে প্রায় ৬ ডিগ্রি নামল পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ৪-৫ দিন রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গল ও বুধবার তাপমাত্রা সামান্য বাড়বে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আর অন্যান্য জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি।
উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিন, তাপমত্রা ২-৩ ডিগ্রি কমবে। করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য় এলাকা ও সিকিমে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দ্রুত গতিতে উত্থান আদানির? অভিযোগ বিরোধীদের
অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে মঙ্গল ও বুধবার তুষারপাত ও বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আকাশ পরিষ্কার থাকবে।






















