Medinipur Weather: সকালে আকাশে মেঘ, বেলা গড়ালে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুরে
Medinipur Weather Update: আজ কেমন থাকবে মেদিনীপুরের আবহাওয়া? রাতের তাপমাত্রা কি কমবে?
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার। রোদের তুলনায় আকাশে মেঘ বেশি থাকবে। সকাল থেকেই মেঘে ঢাকবে আকাশ। রোদের দেখা বিশেষ একটা মিলবে না। ভ্যাপসা গরম অনুভূত হবে।সকালে দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে। বেলা গড়ালে মেঘের দাপট বাড়তে পারে। ঘন মেঘ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাতের দিকেও বজ্রপাত হতে পারে, মেঘ থাকবে আকাশে। রাতের দিকে হাওয়া বইবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৭ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ১৩-১৪ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৪-২৫ কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ২৫ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
শনিবার মেঘ থাকবে আকাশে। কখনও রোদ উঠবে, কখনও আবার মেঘে ঢাকবে আকাশ। আকাশ মেঘলা হওয়ার কারণে ভ্যাপসা গরম থাকবে। সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে। রাতে আকাশে মেঘ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৩-১৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৩৯-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১৩-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ২৮ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা ৫৮ মিনিট।
পশ্চিম মেদিনীপুর:
শুক্রবার সকালে জেলার আকাশে মেঘ দেখা যাবে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে অধিকাংশ সময়েই আকাশ মেঘলা থাকবে। রাতেও একই অবস্থা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১২-১৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৮ শতাংশের কাছাকাছি থাকবে।
শনিবার সকালে আকাশ মেঘলা থাকবে। বেলা গড়ালে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রাতে আকাশে ঘন মেঘ দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৯ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্রবল গরমের দোসর বার্ড ফ্লু আশঙ্কা! অন্তঃসত্ত্বারা খেয়াল রাখবেন কী কী? জানাচ্ছেন চিকিৎসক