Weather Update: লাগাতার তিন দিন ১৫-র ঘরে পারদ ! সপ্তাহান্তে আরও পারদ পতনের পূর্বাভাস, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কত ?
West Bengal Weather Update: আজ কোথায় কেমন তাপমাত্রা ? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া ? পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: লাগাতার ৩ দিন পনেরোর ঘরে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। দার্জিলিং ৪.৫, শ্রীনিকেতন ৯.৮, বাঁকুড়া ১০, আলিপুরদুয়ার ১১। সপ্তাহান্তে আরও পারদ পতনের পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গজুড়ে কুয়াশার দাপট। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন, 'ধর্মপ্রাণ মুসলিম মসজিদের ব্যাপারে খুব স্পর্শকাতর..', হুমায়ুনের 'পাশে' হুমায়ুন !
স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা
দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে। মূলত,
পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে।উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়।ওয়েষ্টার্লি জেট স্ট্রীম রয়েছে উত্তর ভারতে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছিল। কিন্তু, মাসের শেষের দিকে আবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি ঘরে পৌঁছে যায়। বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ফলে পূবালি হাওয়ার দাপট বেড়েছে, বাধা পেয়েছে উত্তরে হাওয়া। তার ফলে আশা জাগিয়েও ব্যাকফুটে চলে গিয়েছিল শীত। তবে এই মুহূর্তে হাওয়া বদল হয়েছে।
শীতের আমেজ চলবে
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। গতকাল দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। মালদাতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।
কলকাতায় সকালে হালকা কুয়াশা
কলকাতায় সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ। দিনেও শীতের অনুভূতি। রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। শীতের আমেজ চলবে। উত্তর পশ্চিমের শীতল হাওয়ায় পারা-পতন কলকাতায়। আপাতত ১৫ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ। তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে।






















