Kolkata Weather Update : প্রায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা, নতুন এই ইনিংস কদ্দিন চলবে ?
Kolkata Weather Update : শীতের হালকা আমেজ কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হবে। জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের এই নতুন ইনিংস চলবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রায় পাঁচ ডিগ্রি নামল কলকাতার ( Kolkata Temperature ) তাপমাত্রা । রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা বেশি কিছুটা কমলো। আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা । বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি রাজ্যজুড়ে বজায় থাকবে।
শীতের হালকা আমেজ কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুভূত হবে। জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টা শীতের এই নতুন ইনিংস চলবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে । তারপরই এই মরসুমের মতো কার্যত বিদায় নেবে শীত।
কলকতার আবহাওয়া
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে । সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে । কাল আরও নামতে পারে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রবিবার এই তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস । আগামী দু-তিন দিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ( North Bengal Weather ) কুয়াশার দাপট বজায় থাকবে । পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ( Alipore Weather Office ) । দার্জিলিং ও কালিম্পণংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে দু একটি জেলার কিছু অংশে।
আগামী মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতেরপার্বত্য এলাকায় । উত্তর-পশ্চিম ভারতে বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে (ট্রং সারফেস উইন্ড) বইবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় । পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় দিল্লির কিছু অংশে ও উত্তরপ্রদেশে এই আবহাওয়ার প্রভাব পড়বে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে। মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
13-Feb | 18.0 | 32.0 | Mainly Clear sky | |
14-Feb | 16.0 | 30.0 | Mainly Clear sky | |
15-Feb | 16.0 | 29.0 | Mainly Clear sky | |
16-Feb | 19.0 | 30.0 | Mainly Clear sky | |
17-Feb | 21.0 | 31.0 | Mainly Clear sky | |
18-Feb | 21.0 | 32.0 | Partly cloudy sky | |
19-Feb | 22.0 | 33.0 | Partly cloudy sky |