West Bengal Weather : মঙ্গলবারের মধ্য়ে ৩-৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা, কোথায় কোথায় জাঁকিয়ে ঠান্ডা ?
West Bengal Weather Update : শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ। আগামী মঙ্গলবারের মধ্য়ে ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে ফিরতে পারে শীতের আমেজ। আগামী মঙ্গলবারের মধ্য়ে ৩ থেকে ৫ ডিগ্রি নামতে পারে রাতের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটতে চলেছে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কোথাও বৃষ্টি হলেও খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। শুক্রবার বিকেল থেকেই উত্তর-পশ্চিমের বাতাস ঢুকবে। মেঘ কেটে গেলেই শীতের শুরু বাংলায়। অন্তত তেমনটাই মনে করছে আবহাওয়া অফিস।
শনিবার থেকে শীতের আমেজ
আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে। আগামী সপ্তাহের বুধ বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অন্যদিকে মেঘ কেটে যাওয়ায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী দুদিন বিহার ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে।
উত্তরবঙ্গে প্রবল শীত ?
উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে । আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ। সকালে হালকা কুয়াশা। উত্তর পশ্চিমের বাতাস বইবার সম্ভাবনা। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পারদ নামার ইঙ্গিত। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ৩০.৪ মিলিমিটার।
আরও পড়ুন:অস্ত্রোপচার করবে রোবট! নতুন বছরে উপহার SSKM-এ?