West Bengal Weather : বড়দিনের আগেই গায়েব হবে শীত? মেঘে ঢাকতে পারে আকাশ, আর কী জানাল আবহাওয়া অফিস
Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষশেষের আগেই বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্নাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বড়দিনে ( Christmas Weather ) জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে ক্রিসমাসের আগে প্রায় প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে বঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা। কলকাতায় ( Kolkata ) বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রে আরও একটু বাড়ল শহরের তাপমাত্রা। এদিন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি, যা কিনা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি ই বেশিই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষশেষের আগেই বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্নাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এর ফলে পূবালী হাওয়ায় দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। তবে বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।
আবহাওয়া দফতর মনে করছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। ১২ ই ডিসেম্বর থেকে চলছে শীতের স্পেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলি ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। কোথাও ১০ এর নিচে তাপমাত্রা নেমে গেলেও যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম। মৌসম ভবনের ওয়েবসাইট অনুসারে ,
Date: 2023-12-22 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
আসানসোল | 25.4 (21/12) | 1 | NA | -- | -- | 61 (21/12) | NA |
অশোকনগর | 25.4 (21/12) | -- | NA | -- | -- | -- | NA |
বহরমপুর | 23.8 (21/12) | -3 | NA | -- | -- | 61 (21/12) | NA |
বাঁকুড়া | 25.4 (21/12) | 0 | NA | -- | -- | 65 (21/12) | NA |
বিষ্ণুপুর | 25.4 (21/12) | 0 | NA | -- | -- | 65 (21/12) | NA |
বর্ধমান | 26.5 (21/12) | 0 | NA | -- | -- | 70 (21/12) | NA |
কোচবিহার | 27.5 (21/12) | 2 | NA | -- | -- | 78 (21/12) | NA |
দার্জিলিং | 15.8 (21/12) | 2 | NA | -- | -- | 71 (21/12) | NA |
ডায়মন্ড হারবার |
26.4 (21/12) | 0 | NA | -- | -- | 73 (21/12) | NA |
দিঘা | 26.3 (21/12) | 0 | NA | -- | -- | 66 (21/12) | NA |
জয়পাইগুড়ি | 28.9 (21/12) | 3 | NA | -- | -- | 66 (21/12) | NA |
কালিম্পং | 15.5 (21/12) | -1 | NA | -- | -- | 58 (21/12) | NA |
কলকাতা - আলিপুর | 24.4 (21/12) | -2 | NA | -- | -- | 70 (21/12) | NA |
কলকাতা - দমদম | 25.0 (21/12) | -1 | NA | -- | -- | 65 (21/12) | NA |
কলকাতা - হাওড়া | 24.3 (21/12) | -1 | NA | -- | -- | 69 (21/12) | NA |
কলকাতা - সল্টলেক | 25.3 (21/12) | -- | NA | -- | -- | 67 (21/12) | NA |
কৃষ্ণনগর | 23.6 (21/12) | -3 | NA | -- | -- | 56 (21/12) | NA |
মালদা | 24.8 (21/12) | 0 | NA | -- | -- | 64 (21/12) | NA |
মেদিনীপুর | 24.7 (21/12) | -1 | NA | -- | -- | 63 (21/12) | NA |
মুর্শিদাবাদ | 26.8 (21/12) | -- | NA | -- | -- | -- | NA |
পুরুলিয়া | 24.3 (21/12) | 0 | NA | -- | -- | 49 (21/12) | NA |
রামসাই | 28.3 (21/12) | -- | NA | -- | -- | 83 (21/12) | NA |
রতুয়া | 23.9 (21/12) | -- | NA | -- | -- | 71 (21/12) | NA |
শান্তিনিকেতন | 25.6 (21/12) | -- | NA | -- | -- | -- | NA |
শিলিগুড়ি | 29.0 (21/12) | -- | NA | -- | -- | 75 (21/12) | NA |
শ্রীবিকেতন | 25.2 (21/12) | 0 | NA | -- | -- | 74 (21/12) | NA |
সুন্দরবন | 25.0 (21/12) | -1 | NA | -- | -- | 79 (21/12) | NA |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Birbhum Weather Update: তাপমাত্রার সামান্য বৃদ্ধি, মেঘলা আকাশ, আজ কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?