Weather Update: ৩০ -৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, রাজ্যের ২৩ জেলায় হলুদ-কমলা সতর্কতা, প্রবল বর্ষণের পূর্বাভাস
West Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গে ?

কলকাতা: দুর্যোগে এখনও যবনিকা পড়েনি। রাজ্যের ২৩ জেলায় হলুদ-কমলা সতর্কতা জারি করেছে IMD. হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের ৮ জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি হয়েছে।
আরও পড়ুন, স্কুলে গ্রুপ C ও D পদে নিয়োগের বিজ্ঞপ্তি ! আবেদন করা যাবে কবে থেকে ?
IMD জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। মূলত, মৌসুমী অক্ষরেখা ওড়িশার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগরে। অন্যদিকে, পুবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়।তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে অস্বস্তি। আজ মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে,আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আগামী ৭২ ঘণ্টায় রাজধানী দিল্লি সহ সংলগ্ন চন্ডিগড় হরিয়ানাতে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ। বিহার রাজস্থান ঝাড়খন্ডে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি কেরল মাহে কঙ্কন এবং গোয়াতে। মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং মারাঠাওয়াড়াতে সিকিম এবং উত্তরবঙ্গএও ভারী বৃষ্টি।
ফের উত্তরাখণ্ডের উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি। পাহাড়ি ধসে ধ্বংসস্তূপ চামোলির মোপাটা গ্রাম। উত্তরকাশীতে প্রবল বৃষ্টি, গঙ্গোত্রী হাইওয়েতে নেমেছ ধস। সব মিলিয়ে মৃত ৫। জলের তলায় বদ্রিনাথ হাইওয়ের একাংশ। দিল্লিতে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে যমুনার জলস্তর। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মানালিও। ধস নামছে পাহাড়ে। মাটি আর পাথরের ভয়ঙ্কর স্রোত নেমে আসছে নীচের দিকে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ফের মেঘভাঙা বৃষ্টি। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।শুক্রবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় একাধিকবার মেঘভাঙা বৃষ্টি হয়। অল্প সময়ে অত্যধিক বৃষ্টির কারণে ভয়াবহ ধস নামে পাহাড়ে।






















