Weather Update: একদিনে ৩ ডিগ্রির বেশি নামল পারদ, শহরে ফের ফিরছে শীত?
Weather Alert: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মেলেনি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: উত্তুরে হাওয়ার (Northern Wind) হাত ধরে রাজ্যে (West Bengal) ফিরল শীতের (Winter) আমেজ। একদিনে প্রায় ৩ ডিগ্রি নামল তাপমাত্রা (Temperature)। বুধবারের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আরও কমতে পারে ঠান্ডা।
কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মেলেনি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি পার করেছিল।
কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। সকাল-সন্ধেয় শীতের আমেজ মাখল রাজ্যবাসী।
আরও পড়ুন, বাজেটের সুফল বোঝাতে ১২ দিন ধরে দেশজুড়ে প্রচার অভিযান চালাবে বিজেপি
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার, শনিবার এবং রবিবার তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে ফের বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কলকাতায় তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আর অন্যান্য জেলায় তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি।
এও জানান হয়েছে, ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে।