Weather Update: আপাতত শীতের স্পেল! জেলা-কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কতদিন চলবে?
WB Weather Update:উত্তুরে হাওয়া অবাধ বইবে, সেই কারণে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই থাকবে
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আপাতত নট আউট শীত। রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ। জেলায় জেলায় আপাতত জাঁকিতে শীত থাকছে। দক্ষিণবঙ্গে (South Bengal) সপ্তাহজুড়ে শীতের স্পেল চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। খুব সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তুরে হাওয়া অবাধ বইবে, সেই কারণে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা। কয়েকদিন আগেই সান্দাকফুতে (Sandakfu) তুষারপাত হয়েছিল। দার্জিলিংয়ে বৃষ্টিও হয়েছিল। এই তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী হবে। সমতলের জেলাগুলিতে আগামী শনি-রবিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। (Weather Update)
পশ্চিমী ঝঞ্ঝা চাপ:
শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবে ফের রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে।
কলকাতায় কেমন হাওয়া?
কলকাতায় (Kolkata Weather) আজ পরিষ্কার আকাশ। শীতের স্পেল চলছে রাজ্যের রাজধানীতেও। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে থেকে ২ ডিগ্রি কম ছিল সেটা।
আরও পড়ুন:কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, শিলাবৃষ্টিতে আরও ঠান্ডার সতর্কতা উত্তরবঙ্গে?