Winter Forecast: শীতের পথে কাঁটা! ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি, হাওয়া বদলের পূর্বাভাস
West Bengal Weather: দক্ষিণবঙ্গে মঙ্গল-বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে উপকূল ও সংলগ্ন জেলায়।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: জাঁকিয়ে শীত পড়ার আগেই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামীকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরের দু’দিনে নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিক অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মিগজাউমে পরিণত হয় কি না, সেদিকে নজর রাখছে ভারতীয় মৌসম ভবন। এর প্রভাবে মঙ্গলবার থেকে রাজ্যে হাওয়া বদল। আজ ও কাল দক্ষিণবঙ্গে শীতের আমেজ ভরপুর থাকলেও, আগামী কয়েকদিন উপকূল ও সংলগ্ন জেলায় বাড়বে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ একটু বেশি থাকবে।
দক্ষিণ থাইল্যান্ড সাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকাতে কাল সোমবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। পরবর্তী দু দিনে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ হবে পশ্চিম উত্তর পশ্চিম দিক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল। এরপর আরA শক্তি বাড়িয়ে তার গতিপথ পরিবর্তন করার সম্ভাবনা। সেক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকেই নজর আবহাওয়াবিদদের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আগামী সপ্তাহে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গল-বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে উপকূল ও সংলগ্ন জেলায়। আপাতত পরিষ্কার আকাশ। আগামী দুদিন এই শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে কার্যত শীতের অনুকূল পরিস্থিতি। ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম পশ্চিমের জেলাতেও।
উত্তরের জেলাগুলিতে কেমন আবহাওয়া?
উত্তরবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলায় একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। আপাতত একই রকম রাতের তাপমাত্রা। সকাল সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম অনুভূত হবে। মঙ্গল- বুধবার নাগাদ আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারী বৃষ্টি ও হালকা ঝড়ের আশঙ্কা। নভেম্বরের শেষ কটা দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kolkata News: মারধরের প্রতিবাদের জের, কাঁচি ঢুকিয়ে যুবককে খুনের অভিযোগ