Agnimitra Paul: ছক ভেঙে আদিবাসীদের ভাইফোঁটা দিলেন অগ্নিমিত্রা পাল, বিধায়কের উদ্যোগে খুশি এলাকাবাসী
BJP MLA Agnimitra Paul: যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ভাইফোঁটায় ছক ভাঙা পথে হাঁটলেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি। আসানসোল (Asansol) দক্ষিণের বিধায়কের এই উদ্যোগে দারুণ খুশি হীরাপুরের (Hirapur) বড়ডাঙা গ্রামের প্রান্তিক বাসিন্দারা।
ভ্রাতৃদ্বিতীয়ার (Bhaiphota) সকালটা নিজের নির্বাচনী কেন্দ্রে কাটালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ভাইফোঁটা দিলেন আদিবাসী পাড়ায় গিয়ে। বিজেপি বিধায়ক যখন ফোঁটা দিচ্ছেন, তখন অবাক চোখে তাকিয়ে আদিবাসী পরিবারের মহিলা সদস্যরা।
আদিবাসী সমাজে ভাইফোঁটার প্রচলন নেই। স্বাভাবিক ভাবেই, এই উৎসবের সঙ্গে পরিচিত ছিলেন না তাঁরা। শনিবার প্রথম ভাইটিকার সঙ্গে পরিচিত হলেন পশ্চিম বর্ধমানের হীরাপুরের বড়ডাঙা গ্রামের আদিবাসীরা। সবাইকে সঙ্গে নিয়ে নাচের তালে পা মেলালেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুন, মিষ্টি ও ফুল উপহার, দীপাবলিতে বাংলাদেশের বাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় বিএসএফের
হীরাপুরের বাসিন্দা দুগাই মুর্মু বলেন, "আমরা কোনও দিন ভাইফোঁটা জানতাম না। দিদি আজ দিলেন। ভাল লাগল। গ্রামের উন্নয়নের জন্য কোনও ডিমান্ড থাকলে মিটিং করে দিদিকে জানাব।" অন্য আরেক বাসিন্দা গণেশ মুর্মু বলেন, ভাই-বোনের মধুর সম্পর্ক সামনে রেখে উনি যা করলেন, তাতে আমরা অভিভূত, গর্বিত।
আদিবাসী দাদা-ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘ জীবন কামনা করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "ভীষণ ভাল লাগল। ধামসা মাদলের সাথে নাচ করে খুব ভাল লাগল। আজকে আনন্দের দিনে তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে ভাল লাগছে।"
ভাইফোঁটা দেওয়ার পাশাপাশি, আদিবাসী মা-বোনেদের হাতে উপহার হিসেবে শাড়ি ও চাদর তুলে দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক।