West Burdwan: বকেয়া বেতন বাকি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
West Burdwan: বকেয়া বেতন বাকি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: চার মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ।
বকেয়া বেতন মোটানোর দাবিতে হাসপাতালে কর্মবিরতি। হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালের অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা। তৃণমূল প্রভাবিত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভরত সদস্যদের দাবি, বকেয়া চার মাসের বেতন মেটাতে হবে। ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালের এক অস্থায়ী কর্মী বলেন, ''যেভাবে তারা দিনের পর দিন প্রতারিত হচ্ছেন সবরকম সুযোগ সুবিধা থেকে তাতে করে কর্মবিরতি আন্দোলনে নামা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা তাদের কাছে খোলা ছিল না।''
অস্থায়ী কর্মচারীদের আন্দোলনে সামিল হন দুর্গাপুরের তৃণমূল ব্লক সভাপতিও। আর এই নিয়ে সামনে চলে এসেছে তৃণমূলের কোন্দল। দুর্গাপুর পুরসভার তৃণমূল ব্লক সভাপতি ও কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, ''ঠিকাদার টাকা না দিয়ে চলে গেছে। কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি।'' যদিও এই আন্দোলনকে অনুমোদন দেননি না জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। সভাপতি বিধান উপাধ্যায় বলেন, ''হাসপাতালে কর্মবিরতি দল অনুমোদন করে । আমার কাছে অনুমতি নেয়নি।''
এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, ''মুখ্যমন্ত্রী কাজ বন্ধ করতে বারণ করেন। কিন্তু এরা হাসপাতালে কর্মবিরতি করছে।'' দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ। হাসপাতালের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে ভুক্তভোগী রোগীরা।
আরও পড়ুন: পুজোর আগে মিহিদানার পর এবার বিদেশে পাড়ি বর্ধমানের সীতাভোগেরও
আরও পড়ুন: মদনের নতুন অবতার, বেলঘড়িয়ায় পুজো মণ্ডপে চণ্ডীপাঠ কামারহাটির বিধায়কের