দূষণে বিমুখ পরিযায়ীদের ফেরাতে আড়াই কোটি দিয়ে সৌন্দর্যায়নের উদ্যোগ দুর্গাপুরে
শীতের মরসুমে আগে এখানে ভিড় করত পরিযায়ী পাখিদের দল। উত্তরে হাওয়ায় ডানা মেলে, হাজির হত শয়ে শয়ে পাখি।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দূষণ-আবর্জনায় ঢেকেছে ঝিল। তাই মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা। তাদের ফেরাতে, এবার উদ্যোগী, দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। প্রায় আড়াই কোটি টাকা খরচ করে দুর্গাপুরে ঝিল সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শীতের মরসুমে আগে এখানে ভিড় করত পরিযায়ী পাখিদের দল। উত্তরে হাওয়ায় ডানা মেলে, হাজির হত শয়ে শয়ে পাখি। কিন্তু, গত কয়েকবছর ধরেই উধাও সেই কলতান। দূষণের কারণে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে এই ঝিলে পাখি আসা বন্ধ হয়ে গেছে।
প্রায় ৫ একর জুড়ে ছিল জলাভূমি। কিন্তু, আবর্জনার স্তুপে, বর্তমানে মজে গেছে ঝিলের জল। বড় বড় ঘাস গজিয়ে গেছে। চতুর্দিকে নোংরার স্তুপ।
তাই মুখ ফিরিয়েছে পাখিদের দলও।
দুর্গাপুরের বাসিন্দা সুপ্রিয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। চাই দ্রুত সৌন্দর্যায়ন করা হয়। এই পরিস্থিতিতে, পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে, ঝিল সংস্কারে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
তৃণমূল বিধায়ক ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে সংস্কার ও সৌন্দর্যায়ন করা হবে। ২ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে সৌন্দর্যায়ন হবে... আশা করা যায়, তারপর আবার পাখির দেখা মিলবে।
আরও পড়ুন: Khardah : লড়াইয়ের মঞ্চে মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, নজরে খড়দা বিধানসভা