Elephant Fear: জোড়া হাতির তাড়া, ঘুম ছুটল বন দফতরের, আতঙ্ক কাঁকসায়
West Burdwan: বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল থেকে দুটি দলছুট হাতি দামোদর নদ পেরিয়ে কাঁকসায় প্রবেশ করে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জোড়া হাতির তাড়ায় ঘুম ছুটল বন দফতরের। বাঁকুড়ার জঙ্গল থেকে দলছুট হাতি দামোদর পেরিয়ে প্রবেশ করে কাঁকসায়। আর যার জেরে ব্যাপক আতঙ্ক কাঁকসার জঙ্গলমহলে।
বন দফতর সূত্রে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল থেকে দুটি দলছুট হাতি দামোদর নদ পেরিয়ে কাঁকসায় প্রবেশ করে। তারপরেই ১৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে বিরুডিহা হয়ে গোপালপুরের জঙ্গলে ঢুকে যায়। পরে গোপালপুরের মনেরকোঁন্দা এলাকা হয়ে এলাকার পাশের জঙ্গলে ঢোকে হাতি দুটি। এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে যায় এলাকা জুড়ে। দিনের আলো ফুটতেই এলাকায় এলাকায় মাইকিং শুরু করে দেয় বর্ধমান বন বিভাগের বন কর্মীরা। জঙ্গলের ভেতর ঢুকতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। গোপালপুর বিট অফিসার কিশলয় মুখোপাধ্যায় বলেন, "খবর পেয়ে ভোর থেকে আমরা তৎপরতার সাথে কাজ শুরু করেছি। গোপালপুর জুড়ে আমরা মাইকিং শুরু করেছি। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানানোর কথা জানানো হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে।"
এর আগে বাঁকুড়ায় হাতির আতঙ্ক ছড়ায়। গত মাসে দলমা থেকে খাবারের খোঁজে বাঁকুড়ায় আসে প্রায় ৬২টি হাতির দল। দলমার দাঁতালদের ঠিকানা বড়জোড়ার পাবয়ার জঙ্গল। ডিসেম্বরের প্রথম দিকে দুই আগে হাতির দল পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দল হাজির হয় বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। প্রায় এক সপ্তাহ ধরে সেখানেই ছিল হাতির দল। তাদের ওই জঙ্গলেই আটকে রাখার চেষ্টা চালায় বন দফতর।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্ক ছড়িয়েছে। জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলেন বন দফতরের কর্মীরা। গত কয়েকদিন ধরেই মৈপীঠের বিভিন্ন জায়গায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে। রবিবার রাতে কিশোরীমোহনপুরে একটি পূর্ণবয়স্ক বাঘ বন দফতরের খাঁচাবন্দি হয়। সোমবার বাঘটিকে ধুলিবাসানির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এরপর ফের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়েরচক গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। তাঁদের দাবি মেনে বন দফতরের কর্মীরা এসে গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকার জঙ্গল জাল দিয়ে ঘিরে ফেলেন। মঙ্গলবার সকাল থেকে বন কর্মীদের ৪০-৪৫ জনের দল বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন: Rajib Kumar: 'আমাদের উপর যদি গুলি চালায়, আমরা চারগুণ গুলি চালাব' কড়া বার্তা ডিজিপি রাজীব কুমারের























