West Burdwan: জামুড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ডাকাতি, খোয়া গেল লক্ষাধিক টাকা ও সোনার গয়না
West Burdwan News: তৃণমূল সভাপতি সুকুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ তাঁর অন্ডালের বাড়িতে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী জানলা ভেঙে ঢোকে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, জামুরিয়া: পশ্চিম বর্ধমানের (west burdwan) জামুড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ উঠল। জামুড়িয়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ। কিন্তু কারা এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে তার কোনও হদিশ এখনও পাওয়া যায়। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ তাঁর অন্ডালের বাড়িতে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী জানলা ভেঙে ঢোকে। সে সময় বাড়িতে ছিলেন তৃণমূল নেতার স্ত্রী ও ছেলে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।
এদিকে, কিছুদিন আগে শহর কলকাতায় এক অদ্ভুত ডাকাতির খবর প্রকাশ্যে এসেছিল। ডাকাতির (Beleghata Dacoity) তদন্তে নেমে সরষের মধ্যেই ভূত খুঁজে পেল পুলিশ (Kolkata News)। মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতদল টাকা-সোনা চুরি করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন বেলেঘাটা নিবাসী এক মহিলা। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ করেন। তদন্তে নেমে ডাকাতি কাণ্ডের সর্দার হিসেবে তাঁরই স্বামীকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর কাছে প্রচুর টাকা রয়েছে ভেবে তিনিই ভাড়াটে গুন্ডা লাগিয়ে ডাকাতির ছক ফাঁদেন বলে জানতে পেরেছে পুলিশ।
মাস দেড়েক আগের ঘটনা। গত ২১ জানুয়ারি থানা-পুলিশের দ্বারস্থ হন পেশায় আইনজীবী এক মহিলা। জানান, ঘটনার দিন বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁকে টাকা-সোনা সব বার করে দিতে বলেন। আতঙ্কে সেঁধিয়ে গিয়েছিলেন তিনি। কোনও প্রতিবাদই করেননি। সেই অবস্থায় লক্ষাধিক টাকা এবং সোনার গহনা লুঠ করে ডাকাতের দল। চম্পট দেওয়ার আগে তাকে বেধড়ক মারধরও করা হয় বলে জানান। নিগ্রহের শিকার ওই মহিলা সেইসময় পুলিশকে জানান যে, ডাকাতের দল এক নির্মম ভাবে মারধর করে তাকে, যে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।