West Medinipur: রাধা-গোবিন্দর সাজ লোপাট, শীতলা মন্দির থেকে গায়েব গয়না; লক্ষাধিক টাকার অলঙ্কার চুরিতে গ্রামে চাঞ্চল্য
Paschim Medinipur Theft: শুক্রবার সকালে গ্রামবাসীরা উঠে দেখে মন্দিরের গেটের তালা ভাঙ্গা ঠাকুরের শরীর থেকে প্রায় ১ কেজি রূপোর গয়না গায়েব।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ঠাকুরের গা থেকেই গয়না লোপাট করল চোর। শুধু একটি মন্দির নয়, পরপর দুটি মন্দির থেকে দেবতার মন্দির থেকে বিপুল গয়না গায়েব হল। আর এলাকার জনপ্রিয় এই দুটি মন্দির থেকে লক্ষাধিক টাকার গয়না চুরিতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঠিক কী ঘটেছে?
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা কুটকি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পরপর দুটি মন্দির চুরির ঘটনা ঘটে। শীতলা মন্দির ও গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের বহু পুরনো শীতলা মন্দির চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে গ্রামবাসীরা উঠে দেখে মন্দিরের গেটের তালা ভাঙ্গা ঠাকুরের শরীর থেকে প্রায় ১ কেজি রূপোর গয়না গায়েব। ওই গয়না চুরি গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের।
অপরদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এর হাজার টাকার গয়না চুরি গিয়েছে। ঘটনায় খবর দেওয়ার পর বেলদা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করে।
এদিকে, গোপনে অভিযান চালিয়ে ১৪ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে আরামবাগ পুলিশ। চারজন মহিলা সহ ১৪ ডাকাতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা, রুপো, গয়না, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও আরও অনেক উন্নত মানের ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ডাকাত দলের সদস্যদের এদিন আদালতে তোলা হলে তাদের মধ্যে দশজনকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
হুগলি গ্রামীণ পুলিশের সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র এদিন সাংবাদিকদের কাছে আরামবাগ মহকুমা পুলিশের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁদের কাছ থেকে জানা গিয়েছে, ১৪ জনের যে ডাকাতদলকে তাঁরা পাকড়াও করেছেন, তাদের কাছ থেকে বহু জিনিস উদ্ধার হয়েছে। ডাকাত দলের কাছ থেকে পাওয়া গিয়েছে নগদ এক লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তার সঙ্গে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি, ৬০০ গ্রাম সোনা, দেড় কেজির রুপোর গয়না। এছাড়াও ডাকাত দলের কাছ থেকে যে সামগ্রী উদ্ধার হয়েছে, তাতে চক্ষু চড়কগাছ পুলিশের। ডাকাতদের কাছ থেকে পাওয়া গিয়েছে উন্নত মানের ডাকাতির সরঞ্জাম। এগুলি ছাড়াও তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে ১৬টি মোবাইল ফোন।