CPIM MLA: সরকারি হাসপাতালে মিলল না বেড, মেঝেতেই শুয়ে রইলেন প্রাক্তন বাম বিধায়ক
CPIM MLA Hospitalized: গলব্লাডার অপারেশনের জন্য রবিবার হাসপাতালে ভর্তি হন ঝাড়গ্রামের বিনপুরের সিপিএমের প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদা। অভিযোগ, বেড না মেলায়, মেঝেতেই শুয়েছিলেন প্রাক্তন বিধায়ক।
সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: একসময় এই হাসপাতালে (Hospital) তাঁরই দাপট চলত। কিন্তু আজ সেই নেতারই ঠাঁই হল না হাসপাতালে। বরং মেঝেতেই শুয়ে থাকতে হল তাঁকে। খবর জানাজানি হতে ১৮ ঘণ্টা পর মিলল বেড।
ঠিক কী অভিযোগ?
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medinipur Medical College and Hospital) ঘটনা। গলব্লাডার অপারেশনের (Gall Bladder Operation) জন্য রবিবার (Sunday) হাসপাতালে ভর্তি হন ঝাড়গ্রামের (Jhargram) বিনপুরের সিপিএমের (CPIM) প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদা (Dibakar Hansda) । অভিযোগ, বেড না মেলায়, মেঝেতেই শুয়েছিলেন প্রাক্তন বিধায়ক। এমনকি, বিছানাও জোটেনি বলে অভিযোগ।
এদিকে এই খবর জানাজানি হতে, গতকাল রাত ৯টা নাগাদ প্রাক্তন বিধায়ককে সার্জিক্যাল ওয়ার্ডে বেডে স্থানান্তরিত করা হয়। বেড কম থাকায় এই সমস্যা, সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও পড়ুন, 'দাদা, বউ এনে দাও', বোমা, রিভলভার নিয়ে ফেসবুকে হুমকি পুলিশকে, গ্রেফতার মালদার বাসিন্দা
বামেদের অভিযোগ
স্বাস্থ্য পরিষেবা সরকারি বিজ্ঞাপনেই সীমাবদ্ধ, কটাক্ষ বামেদের। সরকারি হাসপাতালের অবস্থা বাম আমলের থেকে ভালো, তাই রোগীর সংখ্যা বেশি থাকায় বেডের সমস্যা হয়, পাল্টা দাবি তৃণমূলের।
২০১১ সাল থেকে ২০১৬ সাল- ৫ বছর বিনপুরের বিধায়ক পদ সামলেছেন বর্ষীয়ান বাম নেতা দিবাকর হাঁসদা। জানা গিয়েছে, বিনপুরের প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। রবিবার বিকালে তিনি গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের পুরুষ বিভাগের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি। মেঝেতে শুয়েই রাত কাটাতে হচ্ছে তাঁকে।