West Midnapore: পশ্চিম মেদিনীপুরে বেলদায় ৩ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ
West Midnapore: একটি মোটর বাইক ও আটক করেছে পুলিশ। এবং বেশ কিছুদিন ধরে এলাকায় বাইক চুরি হচ্ছিল এবং সেই বাইক চুরি ঘটনার সঙ্গে এই তিনজন দুষ্কৃতকারী যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বলদা থানার পুলিশ।
![West Midnapore: পশ্চিম মেদিনীপুরে বেলদায় ৩ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ West Midnapore: Police arrested 3 cannabis smugglers in Belda West Midnapore: পশ্চিম মেদিনীপুরে বেলদায় ৩ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/d334de7621790bbc47d11f4d1605c8bd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বেলদা থানা গোপন সূত্রে খবর পেয়ে তিনজন গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল। ঘটনায় জানা গেছে ওই তিনজন যুবক খড়্গ পুরের বাসিন্দা। তারা বাইকে চড়ে ওড়িশার দিকে যাচ্ছিলেন ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে। জাতীয় সড়কের শসিন্দার কাছে বাইক আটকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে পাওয়া যায় লক্ষাধিক টাকার গাঁজা। তারা এই গাঁজা কোথায় নিয়েছিল বা তাদের অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ। একটি মোটর বাইক ও আটক করেছে পুলিশ। এবং বেশ কিছুদিন ধরে এলাকায় বাইক চুরি হচ্ছিল এবং সেই বাইক চুরি ঘটনার সঙ্গে এই তিনজন দুষ্কৃতকারী যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বলদা থানার পুলিশ।
এর আগেও টুপিতে গাঁজা লুকিয়ে জেলের ভিতরে পাচার করছেন কারারক্ষী! শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি (Jalpaiguri) কেন্দ্রীয় সংশোধনাগারে! অভিযুক্ত কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ১২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে।
এ যেন সর্ষের মধ্যেই ভূত। টুপিতে গাঁজা লুকিয়ে জেলের ভিতরে পাচারের অভিযোগ খোদ কারারক্ষীর বিরুদ্ধে। তা নিয়ে সরগরম জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। অভিযুক্ত কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে ১২ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে আরও দাবি, মহম্মদ মফিজুদ্দিন নামের ওই কারারক্ষী নিজের টুপির ভিতরে গাঁজার পুরিয়া ভরে, কয়েদীদের মধ্যে তা পাচার করার তালে ছিলেন। তার বিনিময়ে নিতেন মোটা টাকা। পাহারায় থাকা অন্য কারারক্ষীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে আটক করেন। তাঁরাই খবর দেন কোতোয়ালি থানায়। পুলিশ সূত্রে খবর, মহম্মদ মফিজুদ্দিন নামের এই কারারক্ষী ৪ বছর ধরে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: বুধবার থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন, সপ্তাহান্তেই জমিয়ে শীত রাজ্যে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)