Weather Update : বুধবার থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন, সপ্তাহান্তেই জমিয়ে শীত রাজ্যে ?
Weather Update : সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে...
কলকাতা : আকাশে মেঘ বাড়াচ্ছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা ঊর্ধ্বগামী হবে পারদ। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবার থেকে আবহাওয়ার দ্রুত পরিবর্তন। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজের সম্ভাবনা রয়েছে।
আসি আসি করেও আসছে না শীত। এরই মধ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে ফের পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২-৩ দিন তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
গত পরশু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় (District) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার (Saturday) থেকে আবহাওয়ার (Weather) পরিবর্তন হওয়ার পূর্বাভাস ছিল। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) , তামিলনাড়ু (Tamilnadu) উপকূলের দিকে এগোচ্ছে। গত বৃহস্পতিবার আড়াই ডিগ্রি নেমেছিল পারদ। নিম্নচাপের প্রভাব কাটিয়ে বাধাহীন উত্তুরে হাওয়া। কলকাতায় ফের কুড়ির নীচে নেমেছিল তাপমাত্রার পারদ। এ দিন জানানো হয়েছে রাজ্যে ফিরতে চলেছে শীতের আমেজ।
এদিকে জাঁকিয়ে শীত এখনও না পড়ায় শহরে রাস্তার ধারে মানুষের আগুনের হাত সেঁকার সেই চেনা ছবি এখনও দেখা যাচ্ছে না। কনকনে ঠান্ডায় চাদর-সোয়েটার ঢাকা নিয়ে জবুথবু ভাবে দিন কাটানোর সেই চেনা ছবিও এখনও অমিল। এই পরিস্থিতিতে তীব্র শীতের আমেজ কবে থেকে পাওয়া যাবে তা নিয়েই এখন কৌতূহল আপামর বাঙালির।