West Midnapore: ওভারটেকের জের, সাতসকালে বেলদার জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা
West Midnapore Update: জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করে। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।
সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন।
আরও পড়ুন: South 24 Paragana : কুলপিতে একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যু ! বকখালি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার দেহ
কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিক আপ ভ্যান পিছোতে গিয়ে সেটি ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার। গুরুতর আহত অবস্থায় এক বালককে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বালকের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন। খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান।
কয়েকদিন আগেই নদিয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বালিকার। তার বয়স ৯ বছর। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি বেসরকারি বাস। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায় বাসটি। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। যাত্রীদের দাবি, দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজ করছে পুলিশ।