Weather Update: নতুন বছরে ফিরল শীত, আরও তাপমাত্রা কমার সম্ভাবনা
যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
কলকাতা: নতুন বছরের শুরুতেই ফিরল শীতের আমেজ (Winter)। গতকালের তুলনায় আরও নামল পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস, আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে।
নতুন বছরের শুরুতে দাপট নিয়েই ফিরতে চলেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur ) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী দু’তিনদিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আরও নামবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকালের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নামল পারদ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষে অকাল বর্ষণ হয়েছে। চলতি সপ্তাহেই কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় শুরু হয় বৃষ্টি। এরই মধ্যে আজ কলকাতায় প্রায় এক ডিগ্রি নামল পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনের সময় থেকে কলকাতায় উধাও শীতের কনকনানি।
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বেড়েছে তাপমাত্রা। বাধা কাটলেই ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফিরবে শীতের আমেজ। অন্যদিকে, গতকালের পর আজও দার্জিলিঙের টাইগার হিলে তুষারপাত। খুশি পর্যটকরা।
দু’পাশে সবুজ। মাঝখানে রাস্তা জুড়ে বরফ। সেই বরফ নিয়ে খেলছে কচিকাঁচারা।বরফ পেয়ে আনন্দে ভাসছে আট থেকে আশি। চলছে ফটো সেশন! গত বৃহস্পতিবার ফের বরফ পড়ে সান্দাকফুতে। আটকে পড়েন শতাধিক পর্যটক। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করেন স্থানীয়রা।
এরপর নতুন করে তুষারপাত না হলেও, জমে থাকা বরফ দেখতে টাইগার হিলে ছুটছেন পর্যটকরা। অন্যদিকে, তুষারপাতে টুমলিং-এ আটকে পড়েছিলেন ১৫৫ জন পর্যটন। এসএসবি-র সহায়তায় তাঁদের উদ্ধার করে পুলিশ ও প্রশাসন।
পাহাড়ে যখন কনকনে ঠান্ডা উপভোগ করছেন পর্যটকরা, তখন পৌষের অকাল বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি নতুন বছরে ফিরতে চলছে শীত। তাপমাত্রা কমার সম্ভাবনা ২-৩ ডিগ্রি। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা জেলাগুলিতে।
বুধবারের চেয়ে বৃহস্পতিবার ১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এরই মধ্যে বর্ষশেষে শীতের আমেজটুকু চেটেপুটে নিতে প্রস্তুত সাধারণ মানুষ। মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে নেমেছে পর্যটকের ঢল। পর্যটন কেন্দ্রে ভিড় দেখে মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। কিন্তু উদ্বেগ বাড়ছে করোনা নিয়ে।