Winter Weather Update : শক্তিশালী হবে নিম্নচাপ, শীতের ইনিংস শুরুতেই বাধা বৃষ্টির ?
Winter Weather Update Forecast : খেজুরের গুড় থেকে লেপ, কম্বল, পুলি, পিঠে, পায়েসের দিন কবে আসবে সেই অপেক্ষাতেই সকলে। রাত বাড়তেই হিমেল-ভাব!
কলকাতা : হিসেব মতো কনকনে ঠাণ্ডায় যখন জবুথবু হওয়ার কথা, তখন দিনের বেলা শীতকাল বলে টের পাওয়াই দায়! ঘামঝরা গরম নেই ঠিকই, তবে দুপুরের চড়া রোদে শীতকাল বলে বোঝা কঠিন। নিম্নচাপের জেরেই আসি আসি করেও আসেনি শীত। আবার ক্রিজে শীতের জোরদার ব্যাটিং কবে শুরু হবে, সেই আশাতেই কলকাতা। কিন্তু তাতে জল ঢেলে মহানগর সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। উত্তুরে হাওয়া বাধার মুখে পড়ায়, তাপমাত্রার এই ঊর্ধ্বগতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজই আন্দামান সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপ। ক্রমশ সেই নিম্নচাপ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এর প্রভাবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
আরও পড়ুন :
Dengue : উত্তর ২৪ পরগণার দিকে দিকে ডেঙ্গি আতঙ্ক, সামাল দিতে কী পদক্ষেপ? কী করবেন আপনি?
গত শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নাম ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি হলেও, ভোরে ও রাতে ছিল শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েকদিন অনেকটাই কমে কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। গত সপ্তাহে ছিল না বৃষ্টির সম্ভাবনা। তবে এই সপ্তাহের শেষে বৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
বাতাসে এখন হেমন্তের পরশ। সকাল ও রাতে বেশ শীত শীত ভাব। লেপ মুড়ি দেওয়া শীতের আমেজ এখনও আসেনি। খেজুরের গুড় থেকে লেপ, কম্বল, পুলি, পিঠে, পায়েসের দিন কবে আসবে সেই অপেক্ষাতেই সকলে। রাত বাড়তেই হিমেল-ভাব! ভোরের দিকে ঠাণ্ডা আমেজ! শুষ্ক আবহাওয়ায় রুক্ষ ত্বক....শুরু শীতের কাউন্টডাউন। এখন তাতে বৃষ্টি বাধ না সাধলেই হল ।