(Source: ECI/ABP News/ABP Majha)
Draupadi Murmu: দ্রৌপদীকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি, পঞ্চায়েত নির্বাচনের আগে আদিবাসী ভোটে নজর সব দলের
Adivasi Vote Bank: পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিজেপির নজরে আদিবাসী ভোট-ব্যাঙ্ক। ২১ শে জুলাই, বৃহস্পতিবার তৃণমূলের মেগা কর্মসূচির দিনই দেশজুড়ে ‘অভিনন্দন যাত্রা’র প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূলের (TMC) শহিদ স্মরণ দিবসেই রাইসিনা হিলে পালাবদল (President Election)। বৃহস্পতিবার তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের সমাবেশ। আর ওই দিনই রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ। দেশজুড়ে ‘অভিনন্দন যাত্রা’র প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) সামনে রেখে বিজেপি-র নজরে এখন আদিবাসী ভোট-ব্যাঙ্ক (Adivasi Vote Bank)।
পঞ্চায়েত নির্বাচনের আগে নজরে আদিবাসী ভোট
পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিজেপির নজরে আদিবাসী ভোট-ব্যাঙ্ক। ২১ শে জুলাই, বৃহস্পতিবার তৃণমূলের মেগা কর্মসূচির দিনই দেশজুড়ে ‘অভিনন্দন যাত্রা’র প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ওই দিনই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হবে।
অঙ্কের হিসেবে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় প্রায় নিশ্চিত। এই অবস্থায়, তাঁর জয়কে সামনে রেখে, ৭ দিন ধরে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ‘অভিনন্দন যাত্রা’র প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।
দেশজুড়ে আদিবাসী অধ্যুষিত ১ লক্ষ ৩০ হাজার গ্রামে করা হবে মিছিল। রাজ্যে মণ্ডলে মণ্ডলে হবে বিশেষ প্রচার। বিজেপি-র তফসিলি উপজাতি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু বলেন, "দেশ জুড়ে ১ লক্ষ ৩০ হাজার গ্রামে প্রচার। মণ্ডলকে বলেছি ধামলা-মাদল নিয়ে প্রচার...শপথের দিনও পদযাত্রা মিছিল হবে।"
আরও পড়ুন: Vice President Election: 'মমতার ফ্যান ধনকড়, উনি আদি বিজেপি-ই নন', উপরাষ্ট্রপতি নির্বাচনের মুখে কী ইঙ্গিত কুণালের!
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,মালদা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর—এই জেলাগুলিতে বহু সংখ্যক আদিবাসীর বসবাস। এই জেলাগুলিতে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী, রাজ্যের তফসিলি উপজাতি অধ্যুষিত ১৬টি বিধানসভার মধ্যে।
আদিবাসী মন জয়ে মুখিয়ে সব দল
এর মধ্যে বিজেপির দখলে ছিল ১৩টি, তৃণমূলের দখলে ছিল ৩টি আসন। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের তফসিলি উপজাতি অধ্যুষিত ১৬টি বিধানসভার মধ্যে তৃণমূলের দখলে আসে ৯টি আসন, আর বিজেপি দখল পায় ৭টির। প্রদত্ত ভোটের ৪৫ শতাংশ ছিল তৃণমূলের ঝুলিতে, আর বিজেপির দখলে ছিল ৪৪ শতাংশের সামান্য বেশি ভোট। তাই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "বিজেপি-র সঙ্গে মানুষ নেই, আদিবাসীরা নেই।" সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। প্রতারণা হচ্ছে তাঁদের সঙ্গে।" সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে, সব দল আদিবাসীদের মন পেতে বলে মনে করা হচ্ছে।