(Source: Poll of Polls)
Malaria Situation: কাজ হচ্ছে না কীটনাশকেও, বাড়ছে ম্যালেরিয়ার মশা! গবেষণায় বাড়ছে উদ্বেগ
Kolkata News: ডেঙ্গির থেকেও এবার উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। ম্যালেরিয়াবাহক অ্যানাফিলিস মশা
ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ডেঙ্গি-বাহক এডিস মশার থেকে বেশি পরিমানে জন্মাচ্ছে ম্যালেরিয়ার (Malaria Situation) বাহক অ্যানোফিলিস মশা। উদ্বেগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায়। গবেষকদের দাবি, নোংরা জলে নয়, চরিত্র বদলে, পরিষ্কার জলে ডিম পারছে অ্যানোফিলিস মশা (Kolkata News)।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় উদ্বেগ ছড়াচ্ছে
ডেঙ্গির থেকেও এবার উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। মশাবাহিত রোগের আক্রমণে কার্যত তটস্থ বঙ্গবাসী। এরইমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের গবেষণায় বাড়ল উদ্বেগ।
সেখানকার পতঙ্গবিদ, অধ্যাপক-গবেষকদের দাবি, বর্তমান আবহাওয়ায় দেখা যাচ্ছে, বেশি পরিমাণে জন্মাচ্ছে, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা।অর্থাত্ বাড়তে পারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা।
মশাদের আরও একটি চারিত্রিক পরিবর্তন বিশেষজ্ঞদের নজরে এসেছে। এতদিন নোংরা জমা জলে বংশ বিস্তার করত অ্যানোফিলিস মশা। এখন দেখা যাচ্ছে, পরিষ্কার জমা জলেও ডিম পাড়ছে ম্যালেরিয়ার জীবাণু বাহক মশা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) জুলজি বিভাগের অধ্য়াপক গৌতম আদিত্য জানিয়েছেন, ডেঙ্গি বাহক মশা এর সংখ্যা কমছে। এখন যাঁরা আক্রান্ত, তাঁরা ঘরের ভিতর জমা জল থেকে হচ্ছে। গ্রামাঞ্চলে ক্ষেত, প্লাস্টিকের জিনিসে জমা জল থেকে হচ্ছে। ম্যালেরিয়ার মশা পরিষ্কার জমা জলে হচ্ছে। ফলে ম্যালেরিয়া বৃদ্ধির সম্ভাবনা।
অ্যানোফিলিস মশার সংখ্যা বৃদ্ধির ফলে, বর্তমানে, ডেঙ্গি আক্রান্তের থেকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। লকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম সাহা জানিয়েছেন, পেস্টিসাইড দেওয়া হচ্ছে। এগুলোর ভুল প্রয়োগে পেস্টিসাইড রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে। মশারাও বাঁচতে পারবে। ধীরে ধীরে কার্যকারিতা হারানোর দিকে এগোচ্ছে।
মশারা পেস্টিসাইড রেসিস্ট্যান্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে!
ডেঙ্গি-ম্যালেরিয়া দমন নিয়ে শনিবারই টাউন হলে বৈঠক করেন ফিরহাদ হাকিম। মেয়রের দাবি, ডেঙ্গি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "মানুষও যেমন পরিবর্তন করছে পরিস্থিতির সঙ্গে সঙ্গে। মশারাও করছে। পুরো বিষয় নিয়ে বৈঠক করছি।"
ডেঙ্গি মোকাবিলায় ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালাচ্ছে কলকাতা পুরসভা। তবে জেঙ্গি পরবর্তী অসুস্থতাও উদ্বেগ বাড়াচ্ছে। ডেঙ্গি থেকে সেরে ওঠার পরও, অনেকেরই বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সম্প্রতি ডেঙ্গি পরবর্তী এক বিরল রোগে আক্রান্ত হন উত্তর ২৪ পরগনার গারুলিয়ার বাসিন্দা এক ব্যক্তি। চিকিত্সকদের সহায়তায় কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। পক্ষাঘাতগ্রস্ত হয়ে অসাড় হয়ে পড়েছে তাঁর। তবে পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে তাঁর।