Fake Passport: জাল নথিকাণ্ডে বারাসাত থেকে ফের গ্রেফতার। ধৃত সমীর দাসের আরও ২ সহযোগী গ্রেফতার।
ABP Ananda Live: মুহুরির কাজ করায় আদালতে হলফনামা দিয়ে সহজেই জাল নথি বানাতেন সমীর, খবর সূত্রের। নিজের বাড়ির ঠিকানা ব্যবহার করে বাংলাদেশিদের জন্য বানাতেন ভুয়ো পরিচয়পত্র, তদন্তে চাঞ্চল্যকর তথ্য। জাল নথিকাণ্ডে বারাসাত থেকে ফের গ্রেফতার। ধৃত সমীর দাসের আরও ২ সহযোগী গ্রেফতার।দোকানে জাল নথি তৈরি করার অভিযোগ। পলাতক ১ সঙ্গী।
হাইকোর্টের অনুমতি নিয়ে পথে গেরুয়া শিবির, বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান:
এদিকে, হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির মিছিল। বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান। আলিপুর চিড়িয়াখানার সামনে পতাকা নিয়ে জমায়েত তৃণমূলের। আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ। প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত বিজেপির মিছিল। চিড়িয়াখানার ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা: শুভেন্দু। বাংলাকে বেচে দিচ্ছে দেউলিয়া মমতা সরকার: শুভেন্দু ।
বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা, বন্ধ কাঁটাতার লাগানোর কাজ:
এদিকে, বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা। বন্ধ কাঁটাতার লাগানোর কাজ। ফেন্সিং লাগাতে বাধা বিজিবি-র। BSF-BGB ফ্ল্যাগ মিটিংয়ের সম্ভাবনা।