Kolkata: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার হতে পারেন আপনিও! কী বলছে কলকাতা পুলিশ?
Kolkata Police: হোয়াটসঅ্যাপ ডিপি-তে পরিচিত বা বিশ্বস্ত কারও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে মেসেজ। তাতে সাড়া দিয়ে অর্থ সাহায্য করতে গেলে প্রতারণার শিকার হতে হচ্ছে!
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হোয়াটসঅ্যাপের ডিপিতে পরিচিতর ছবি। কিন্তু নম্বরটি অচেনা! আর সেই নম্বর থেকেই আসছে আর্থিক সাহায্য চেয়ে আর্জি। সঙ্কটে প্রিয়জনের পাশে দাঁড়াতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেই বিপদ! প্রতারণার শিকার হতে পারেন! সতর্ক করল কলকাতা পুলিশ।
হোয়াটসঅ্যাপ ডিপি-তে পরিচিত বা বিশ্বস্ত কারও ছবি ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে মেসেজ। তাতে সাড়া দিয়ে অর্থ সাহায্য করতে গেলে প্রতারণার শিকার হতে হচ্ছে! সাইবার অপরাধের পরিভাষায় এই পদ্ধতির নাম হল - হোয়াটসঅ্যাপ স্পুফিং
যা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ, তাঁর ট্যুইট বার্তায় সতর্ক করে লিখেছেন, প্রতারকরা প্রতারণার জন্য হোয়াটসঅ্যাপ স্পুফিং পদ্ধতি অবলম্বন করছে। যদি কোনও নতুন ফোন নম্বর থেকে আর্থিক সাহায্য চেয়ে আবেদন এসে থাকে, যেখানে ডিপিতে আপনার পরিচিতজনের ছবি ব্যবহার করা হয়েছে, তাহলে টাকা বা গিফট ভাউচার পাঠানোর আগে দয়া করে ক্রস চেক করুন। সাইবার থানায় মেল করে অথবা 9836513000 নম্বরে ফোন করে রিপোর্ট করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক দমদম এলাকার এক বাসিন্দা শুনিয়েছেন তাঁর নিজের অভিজ্ঞতার কথা। সেই ব্য়ক্তি জানান, ''আমার কাছে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ এসেছিল। মেডিক্যাল এমার্জেন্সির কথা বলে টাকার জন্য ইনডিউস করেছিল।''
সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে বিভিন্ন ব্যক্তির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে তাঁর ঘনিষ্ঠদের তালিকা বানানো হয়। পরিচিত, প্রিয় এবং ভরসার মানুষটির ছবি ব্যবহার করে তৈরি করা হয় ভুয়ো হোয়াটসঅ্যাপ ডিপি। তারপর অচেনা নম্বর থেকে মেডিক্যাল এমার্জেন্সির কথা বলে আর্থিক সাহায্য চাওয়া হয়।অনলাইনে আর্থিক সাহায্যের পর জালিয়াতের ঘরে টাকা তো যায়-ই। সেই সঙ্গে তাদের হাতে চলে যায় অর্থ প্রেরকের ব্যাঙ্ক ডিটেলস। অনলাইনে আর্থিক লেনদেন যত বাড়ছে, ততই যেন লম্বা হচ্ছে অন্তরালে থাকা সাইবার প্রতারকদের হাত।
আরও পড়ুন: 'কাঁচা বাদাম'-এর পর ভুবন বাদ্যকরের নতুন গান ঝড় তুলেছে নেট দুনিয়ায়