West Bengal Live Blog: পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রার আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
Live News Update: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ হেফাজতেই ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

Background
কলকাতা: চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে করুণাময়ী থেকে বিধাননগর কমিশনারেট পর্যন্ত মিছিল বিজেপির। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার। শিক্ষক-নেতা ইন্দ্রজিৎ মণ্ডল চাকরিহারা নন। ওই শিক্ষকের দাবি, ১৫ মে, আন্দোলনকারী চাকরিহারাদের সহমর্মিতার বার্তা দিতে বিকাশ ভবনে যান। তার প্রেক্ষিতেই তাঁকে নোটিস পাঠানো হয়। সুদীপ কোনার গ্রুপ D কর্মী। ২০১৬-র SSC-র প্যানেলভুক্ত সুদীপ চাকরিহারা। সুদীপের দাবি, ঘটনার দিন তিনি বিকাশ ভবনে ছিলেন না। অথচ তাঁকে নোটিস পাঠানো হয়েছে।
এবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিহারাদের। বাড়ির সামনে বসে স্লোগান, সামনে পুলিশ। কেন স্কুলে ফিরতে পারছেন না ? ব্যবস্থা নিতে হবে শিক্ষামন্ত্রীকে, দাবি চাকরিহারাদের। যোগ্য হিসেবে এখনও চিহ্নিত নন যাঁরা, তাঁরাই ব্রাত্য বসুর বাড়ির সামনে বসে প্রতিবাদ দেখাচ্ছেন। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যদের বিক্ষোভ।
'কোন কারণে ইডেন গার্ডেন্স থেকে ম্যাচ সরানো হল ? কেন বাংলার ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করা হচ্ছে ? কেন্দ্রীয় আবহাওয়া দফতর বলছে, ৭ দিন আগে আমরা আবহাওয়া পূর্বাভাস আমরা দিতে পারি না! বিসিসিআই কবে থেকে আবহবিদ হল ?', প্রশ্ন রাজ্যের।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পুলিশ হেফাজতেই ইউটিউবার জ্যোতি মালহোত্রা। আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হরিয়ানার হিসার আদালতের। পাক-গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ মে হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয় জ্যোতি মালহোত্রাকে।
ডানকুনিতে DJ বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ! ৩ মহিলা পুলিশ কর্মী সহ ১২জন পুলিশকর্মী আহত, গ্রেফতার ৬। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁর চিকিৎসা চলছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
'প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার বুকে গিয়ে মেরেছি। পরমাণু বোমার হুমকিতে ভয় পায় না ভারত। সন্ত্রাসবাদ লালনকারী দেশকে আলাদাভাবে দেখা হবে না। পাকিস্তানের এই খেলা আর চলবে না। গোটা বিশ্বে পাকিস্তানের মুখোশ খুলতে আমাদের প্রতিনিধি দল পৌঁছচ্ছে। পাকিস্তানের আসল চেহারা গোটা বিশ্বকে দেখানো হবে। সোজা লড়াই হলে , কোনওদিনই জিতবে না পাকিস্তান। তাই জঙ্গিদেরকে অস্ত্র করে ভারতের বিরুদ্ধে লড়ে পাকিস্তান', রাজস্থান সীমান্তে গিয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর।
JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল পৌঁছল জাপানের টোকিওতে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স মনোভাব এবং সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকা তুলে ধরতেই মোদি সরকার বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সফর করবে।
West Bengal News: তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ 'সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি'। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। গেটা সংস্থার বিরুদ্ধে কীভাবে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
West Bengal Update: ভুয়ো ভোটার ইস্য়ুতে বারবার তোলপাড় হয়েছে এ রাজ্য়ের রাজনীতি
ভুয়ো ভোটার ইস্য়ুতে বারবার তোলপাড় হয়েছে এ রাজ্য়ের রাজনীতি। সর্ষের মধ্য়েই কি লুকিয়ে আছে ভূত? দক্ষিণ চব্বিশ পরগনায় একজন সরকারি অফিসারের সাসপেন্ড হওয়ার ঘটনা এই প্রশ্নটাই তুলে দিয়েছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় প্রতিদিনই মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে তথ্য় পাঠানো হচ্ছে।






















