Indian Air Force Jobs: অগ্নিপথ স্কিমের প্রক্রিয়া শুরু, এই তারিখ থেকে করতে পারবেন আবেদন
Indian Air Force Recruitment 2022: অগ্নিপথ সেনা নিয়োগের প্রকল্প নিয়ে বিতর্ক থামেনি। এর মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া।
Indian Air Force Recruitment 2022: অগ্নিপথ সেনা নিয়োগের প্রকল্প নিয়ে বিতর্ক থামেনি। এর মধ্যেই শুরু হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া। এই তারিখ থেকে ভারতীয় বায়ুসেনায় আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Indian Air Force Jobs: কবে থেকে আবেদন করা যাবে ?
ভারতীয় বায়ুসেনায় অগ্নিপথ স্কিমের আওতায় নিয়োগের জন্য আবেদনের প্রক্রিয়া শুক্রবার 24 জুন থেকে শুরু হবে।এই ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ 5 জুলাই রাখা হয়েছে। অনলাইন পরীক্ষা হবে 24 জুলাই। এই নিয়োগ হবে ৬টি পদের জন্য হবে। যার জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা লাগবে।
Indian Air Force Recruitment 2022: নিয়োগের বিস্তারিত জানুন
অগ্নিবীর সাধারণ দায়িত্ব
অগ্নিবীর টেকনিক্যাল
অগ্নিবীর টেকনিক্যাল (বিমান চলাচল/গোলাবারুদ পরীক্ষক)
অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল
অগ্নিবীর ট্রেডসম্যান দশম পাস
অগ্নিবীর ট্রেডসম্যান অষ্টম পাস
Indian Air Force Jobs: যোগ্যতা শিখুন
সাধারণ দায়িত্বের জন্য প্রার্থীদের 45% নম্বর সহ দশম শ্রেণি পাশ করতে হবে।
Agniveer Technical (Aviation/Ammunition Tester) এর জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজিতে ১২ ক্লাস পাশ-সহ মোট 50% নম্বর থাকতে হবে। যদি আপনার তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে, তবে তারাও আবেদন করতে পারেন।ক্লার্ক/স্টোরকিপার পদের জন্য প্রার্থীর 60% নম্বর-সহ ১২ ক্লাস পাশ হওয়া বাধ্যতামূলক। এ ছাড়াও ইংরেজি ও গণিতে 50% নম্বর প্রয়োজন।ট্রেডসম্যানদের ক্ষেত্রে দশম ও অষ্টম পাশ প্রার্থীদের আলাদা নিয়োগ হবে।
Indian Air Force Recruitment 2022: বেতনের বিস্তারিত জানুন
সেনাবাহিনীর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অগ্নিবীর পদে নির্বাচিত প্রার্থীদের প্রথম বছরে বেতন 30,000 টাকা, দ্বিতীয় বছরে 33,000 তৃতীয় বছরে 36,500 ও চতুর্থ বছরে 40,000 টাকা দেওয়া হবে। এর সঙ্গে সার্ভিস শেষে পাওয়া যাবে সার্ভিস ফান্ড।
Indian Air Force Jobs: ৪ বছর সার্ভিসের পর কী পাবেন ?
অগ্নিবীররা 4 বছর পরিষেবা দেওয়ার পরে সেবা নিধি প্যাকেজ পাবেন। 11.7 লক্ষের এই প্যাকেজে কোনও কর থাকবে না। এর সঙ্গে অগ্নিবীর দক্ষতার শংসাপত্র ও দ্বাদশ শ্রেণির সমমানের যোগ্যতা শংসাপত্রও পাওয়া যাবে। দশম পাশ করা প্রার্থীরা 4 বছর পর ১২ ক্লাস সম মান পাশের সার্টিফিকেট পাবেন। যার সম্পূর্ণ বিবরণ পরে প্রকাশ করা হবে।
আরও পড়ুন : Indian Railway Jobs: রেলওয়েতে হাজার হাজার পদে হচ্ছে নিয়োগ, এইভাবে করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI